Ajker Patrika

ভোটের আগের দিন প্রার্থীর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১: ২০
ভোটের আগের দিন প্রার্থীর মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৫ম ধাপের ইউনিয়ন পরিষদতে (ইউপি) ভোটের আগের দিন সাধারণ সদস্য প্রার্থী মো. নজরুল ইসলাম সাকিদার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। নিহত নজরুল ইসলাম উপজেলার ভোজেশ্বর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বৈদ্যুতিক পাখা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে প্রার্থী মারা গেলেও ওই ওয়ার্ডে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন অফিস।

নিহতের স্বজন ও নড়িয়া থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে বুকের ব্যথা অনুভব করায় সদস্য প্রার্থী নজরুল ইসলামকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। পরে অবস্থার অবনতি হলে ওই রাতে তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। ভোর রাতে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয় হয়। পথে মাঝিরঘাট এলাকায় ফেরিতে তিনি মারা যান। গতকাল মঙ্গলবার জোহর নামাজ বাদ কলাবাগান জামে মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল (আজ বুধবার) নির্বাচন। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই প্রার্থী মারা গেলেও ওই ওয়ার্ডে ভোট হবে। ওই ওয়ার্ডে এখনো একাধিক প্রার্থী থাকায় নির্বাচন কোনো সমস্যা নেই।’

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপজেলার সব ইউপিতে ভোট হবে। আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত