Ajker Patrika

কোটচাঁদপুরে বিজয় দিবসের অনুষ্ঠান না দেখতে পেরে ক্ষোভ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৬: ০২
কোটচাঁদপুরে বিজয় দিবসের অনুষ্ঠান না দেখতে পেরে ক্ষোভ

মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে কোটচাঁদপুর উপজেলার সম্মেলন কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠান দেখতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন সংস্কৃতিমনা মানুষেরা।

প্রতিবছরের মতো এ বছরও মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা প্রশাসন। কিন্তু আগে সম্মেলন কক্ষের বাইরে হওয়ায় সবাই উপভোগ করতে পারত। এ বছর ভেতরে হওয়ায় অনুষ্ঠান দেখতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছা. শরিফুননেসা মিকি, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কবি ও ছড়াকার আক্তারুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, কোটচাঁদপুরের মানুষ সংগীত প্রিয়। আর এ ধরনে অনুষ্ঠান ঘরের চার দেওয়ালের মাঝে করায়, অনেক মানুষ এ অনুষ্ঠান উপভোগ করতে পারেননি। তিনি বলেন, এর আগে মহান বিজয় দিবসের অনুষ্ঠান কোটচাঁদপুর বাজার চত্বরে হতো। বাইরে থেকে শিল্পীরা আসতেন। মানুষ তখন ওই সব অনুষ্ঠান উপভোগ করতেন।

অনুষ্ঠানে আসা সাউন্ড সিস্টেমের অমিত কুমার জানান, আগে জানলে এ ধরনের অনুষ্ঠানে আসতাম না। কারণ জায়গা কম হওয়ায় জিনিসপত্র রাখার জায়গা নাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এ বছর যা হওয়ার হয়েছে। আগামী বছর বড় করে অনুষ্ঠান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত