Ajker Patrika

বিধিভঙ্গের খিচুড়ি গেল এতিমখানায়

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫: ৫০
বিধিভঙ্গের খিচুড়ি গেল এতিমখানায়

কুষ্টিয়ার ভেড়ামারায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোজের জন্য রান্না করা খাবার জব্দ করে স্থানীয় এক এতিমখানায় পাঠানোর ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের গাছিয়া দৌলতপুরে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার রাতে কর্মীদের জন্য নির্বাচনী ভোজের আয়োজন করেছিলেন জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানপ্রার্থী মো. শাহাজাহান আলী। তিনি জাসদের মনোনীত চেয়ারম্যান প্রার্থী। অভিযোগ পেয়ে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন। তিনি ভোজের সেই খিচুড়ি জব্দ করে স্থানীয় এতিমখানায় দান করার নির্দেশ দেন। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় প্রাথমিকভাবে প্রার্থীকে সতর্ক করে দেওয়া হয়।

এ বিষয়ে মো. শাহাজাহান আলী বলেন, ‘আমার অগোচরে নির্বাচনী প্রচারে কাজ করা কয়েকজন দলীয় কর্মী খিচুড়ি রান্না করছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আমিও সেখানে যাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। পরে তিনি রান্না করা খিচুড়ি পাশের একটি এতিমখানায় পাঠানোর নির্দেশ দেন। তাঁর নির্দেশ মতো আমি খিচুড়ি সেখানে পাঠিয়ে দিই।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জুনিয়াদহ ইউনিয়নের গাছিয়া দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মো. শাহাজাহান আলীর কর্মীরা নির্বাচনী ভোজের আয়োজন করেন। এ সময় এক পাতিল খিচুড়ি জব্দ করা হয়। জব্দ করা খিচুড়ি এতিম খানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রার্থীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

রেকসোনা খাতুন আরও জানান, উপজেলার ৬ ইউপিতে দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি তদারকিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান পরিচালনাকালে বিভিন্ন স্থানের নির্বাচনী ক্যাম্পে প্রার্থীদের রঙিন পোস্টার অপসারণ, মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বন্ধ করাসহ এবং নির্বাচনী এলাকায় শব্দযন্ত্রের ব্যবহার সম্পর্কে প্রার্থীদের সচেতন করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত