Ajker Patrika

নেতা ও নির্বাচন নিয়ে ঈদে ভিন্নধর্মী ‘পাঁচফোড়ন’

নেতা ও নির্বাচন নিয়ে ঈদে ভিন্নধর্মী ‘পাঁচফোড়ন’

প্রায় দুই যুগ ধরে বিশেষ দিবসে প্রচারিত হয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। ঈদুল আজহা উপলক্ষেও পাঁচফোড়ন নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে ঈদ, নেতা ও আসন্ন নির্বাচন নিয়ে। অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে।

দেশের অধিকাংশ স্থানেই এখন নির্বাচনী আমেজ। ঈদুল আজহাকে উপলক্ষ করে অনেক নেতাই বিভিন্নভাবে ছক কষছেন ভোটারদের কাছে টানার। পাঁচফোড়নে দেখা যাবে, এক মৌসুমি নেতা ঈদে গ্রামে গেছেন। উদ্দেশ্য, কোরবানিকে কেন্দ্র করে গ্রামে গরু নিয়ে শোডাউন করা। কর্মীরা বিভিন্নভাবে ঈদকে কেন্দ্র করে ভোটারদের মন জয় করার কৌশল নেতার সঙ্গে ভাগাভাগি করছেন। তাঁদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে সাজানো হয়েছে এবারের পাঁচফোড়ন। এসব ঘটনার ফাঁকে আসবে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর রিপোর্টিং।

এবারের পাঁচফোড়নে নেতার ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির। আর নেতার কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, মুকিত জাকারিয়া, জামিল হোসেন ও দেবাশীষ মিঠু। তাঁরা অভিনয়ের মাধ্যমে সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। পাঁচফোড়নে গান থাকছে দুটি। একটি গেয়েছেন তোসিবা, র‌্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান। কথা ও সুর করেছেন প্লাবন কোরাইশী, সংগীতায়োজনে মেহেদি। আরেকটি গান গেয়েছেন সৈয়দ আশিকুর রহমান। কথা লিখেছেন জাকির মাস্টার, সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ।

পাঁচফোড়নে এবার ঠাকুরগাঁওয়ের একটি ব্যতিক্রমধর্মী বিদ্যালয়ের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে ১০ জোড়া যমজ ভাইবোন একসঙ্গে পড়াশোনা করছে। পাশাপাশি রয়েছে ব্যঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ। অভিনয় করেছেন কাজী আসাদ, কামাল বায়েজিদ, জিল্লুর রহমান, বিলু বড়ুয়া, জাহিদ শিকদার, শাহেদ আলী, সুবর্ণা মজুমদার, আনোয়ার শাহী, তারিক স্বপন, সুজাত শিমুল, সাজ্জাদ সাজু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত