Ajker Patrika

অনুমোদনহীন পুনাক মেলা বন্ধের দাবি

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ২৩
অনুমোদনহীন পুনাক মেলা বন্ধের দাবি

জামালপুরে অনুমোদনহীন পুনাক মেলা বন্ধের দাবি ও পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।

জানা গেছে, গত শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে ডাকেন জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদ। ডাকে সারা দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের ধরে পিটিয়ে চামড়া তুলে ফেলা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি দেন।

এসপি নাছির উদ্দিন আহমেদের এমন আচরণে ক্ষুদ্ধ হন জেলার সাংবাদিকেরা। তারা এসপির প্রত্যাহারের দাবিতে গত শক্রবারের পর থেকে অব্যাহতভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবারও সকাল ১০টায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এসপির প্রত্যাহার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রেসক্লাবে সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সুশান্ত কানু, শোয়েব হোসেন, আনোয়ার হোসেন মিন্টু, শুভ্র মেহেদী, আতিকুল ইসলাম রুকন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত