Ajker Patrika

আমনের চারার সংকট, বেশি দামেও মিলছে না

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১২: ৫১
আমনের চারার সংকট, বেশি দামেও মিলছে না

পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া নদীর পাড়ে প্রতিবছর আমন মৌসুমে বসে ভাসমান চারার হাট। এবার ভাসমান হাট বসলেও আমনের চারার চরম সংকট রয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। তাঁরা বলছেন, চড়া দামেও পাচ্ছেন না চারা।

চারা কিনতে আসা রাজাপুরের কৃষক বেলায়েত বেপারী বলেন, বাজারে চাহিদা মতো ধানের চারা না থাকায় কৃষকেরা হন্য হয়ে খুঁজছেন।

সরেজমিনে দেখা গেছে, দূর-দুরান্ত থেকে আসা অর্ধশতাধিক কৃষক চারা পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। এ হাটে ভান্ডারিয়া, রাজাপুর, শেখেরহাট, হুলারহাট, লেবুবুনিয়া, রাজপাশা, ঝালকাঠী, নাজিরপুর, বানরীপাড়াসহ বেশ কিছু অঞ্চলের কৃষকেরা আমনের চারা কিনতে আসেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কাউখালীতে ধানের চারার সংকট না থাকলেও অন্যান্য অঞ্চলে রয়েছে। কারণ এ বছর অতিরিক্ত খরা ও কয়েক দফা পানির অতিরিক্ত চাপে বীজতলা নষ্ট হয়ে যাওয়া। নতুন করে বীজতলা তৈরি করার পরও সংকট রয়েছে।

লিবুবুনিয়া থেকে চারা কিনতে আসা কৃষক আব্দুল মান্নান বলেন, ‘২০ গোন্ডার এক পোন আমন ধানের চারা ক্রয় করতে লেগেছে ২ হাজার টাকা।’

জানা গেছে, ভান্ডারিয়া ও রাজাপুর থেকে চারা কিনতে আসা অনেকে চাহিদা মতো কিনতে পারেননি। বানারীপাড়া থেকে আসা কৃষক জালাল হোসেন জানান, তাঁর হাটে আসতে দেরি হওয়ায় চারা পাননি। পরে খালি হাতে ফিরতে হয়েছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজম শরীফ আজকের পত্রিকাকে জানান, কাউখালীতে প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে আমন আবাদ হবে। উপজেলায় আমন ধানের চারার কোনো সংকট দেখা দেবে না। তবে অন্য এলাকা থেকে আসা অনেকে চাহিদা মতো চারা পাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত