Ajker Patrika

রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেন জিয়া বললেন শামীম

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪০
রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেন জিয়া বললেন শামীম

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘হত্যা এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপির জন্ম। জিয়াউর রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেন।’ গতকাল শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে নদীভাঙন কবলিত ৪০৩টি পরিবারের মধ্যে ৪৩ লাখ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে বিদেশে অর্থ পাচার করেছিল। আর এখন ক্ষমতায় যেতে না পেরে পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করছে। তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বিশ্বনেতারা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, বিএনপি তখন লবিস্ট নিয়োগ করে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি এ দেশকে মনেপ্রাণে এখনো ধারণ করতে পারেনি।’

বিএনপিকে মনে রাখতে হবে খালেদা জিয়া খালাস পাননি, জামিনও পাননি। প্রধানমন্ত্রীর বিশেষ সহানুভূতির কারণে তিনি জেলের বাইরে রয়েছেন বলে দাবি করেন উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করছে বলে জানান তিনি। উপমন্ত্রী বলেন, ‘উন্নয়নের কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। বঙ্গবন্ধুকন্যা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে নজির স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর কারণে দুর্গম চরাঞ্চলে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ এসেছে। এ এলাকায় এখন নদীভাঙন বন্ধ হয়েছে।’

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, চরআত্রা ইউপি চেয়ারম্যান এনায়েত উল্লাহ মুন্সী, নওপাড়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মুন্সী, সাবেক চেয়ারম্যান রাশেদ আজগর সোহেল মুন্সী, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আহাদী হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত