Ajker Patrika

চাকরি ছেড়ে কৃষিতে সফল হলেন তৌহিদ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৪: ৪১
চাকরি ছেড়ে কৃষিতে  সফল হলেন তৌহিদ

মা-বাবার একমাত্র সন্তান মো. তৌহিদ হাসান। বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ালেখা শেষে পূর্বপুরুষের পেশা কৃষিকাজকেই বেছে নিয়েছেন। ইঞ্জিনিয়ারিং পাস করে প্রথমে কিছুদিন রাজধানী ঢাকায় চাকরিও করেন। কিন্তু ইট-পাথরে ঘেরা যানজটের শহরে তাঁর কিছুতেই মন বসে না। চাকরি ছেড়ে অবশেষে তিনি নিজেদের জমিতে ফসল উৎপাদন আর পুকুরে মাছ চাষে ব্যস্ত সময় পার করছেন।

তৌহিদ হাসান কৃষি ও মৎস্য দপ্তরের একজন সফল উদ্যোক্তা। বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই গ্রামে। হারুন-উর-রশিদ ও তহমিনা বেগম দম্পতির একমাত্র সন্তান তৌহিদ হাসান। বাবার সঙ্গে এসব কাজে মাঠে যোগ দেওয়ার আগে ২০১৪ সালে জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আধুনিক পদ্ধতিতে কৃষি ও মৎস্য চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে নিজেদের ও লিজ নেওয়া সবজি ৩ একর, আলু ৩ একর, ধান ৭ একর এবং ১৭ একর পরিমাণের ৫টি ছোট-বড় পুকুরে মাছ চাষ করছেন তিনি। এসব থেকে প্রতিবছর আয় হয় ১০ থেকে ১৫ লাখ টাকা।

তৌহিদ হাসানের জমিতে রয়েছে দেশি-বিদেশি বেগুন, মরিচ, বাঁধা ও ফুলকপি, টমেটো, করলা, শিম, লাউসহ শীতকালীন বিভিন্ন সবজি। এখানে কাজ করে অনেকেই সংসার চালান। পরবর্তী সময়ে গরু ও মুরগির ফার্ম করে এলাকার শতাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি করবেন বলে জানান তিনি।

তাঁর পুকুরের মাছ লালনপালন ও দেখভাল করেন গ্রামের নিবারন চন্দ্র বর্মণ। তিনি বলেন, সংসার চলে তাঁর পুকুরে কাজ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, যুব উন্নয়নের প্রশিক্ষণ কাজে লাগিয়ে সফল তৌহিদ হাসান। লেখাপড়া শেষে চাকরির পেছনে না ছুটে কৃষি ও মৎস্য চাষে সফল তিনি। তাঁর এমন সফলতার পথে এলাকার অনেক শিক্ষিত বেকার যুবকও পথচলা শুরু করছেন।

তৌহিদের বাবা বলেন, ‘ছেলেকে অনেক টাকা খরচ করে লেখাপড়া করালাম ভালো চাকরির আশায়। কিছুদিন ঢাকায় চাকরিও করল। এখন কিনা চাকরি ছেড়ে বাড়ি এসে আমার সঙ্গে কৃষি কাজ ও মাছ চাষ করছে। চাকরি ছেড়ে এসব করায় প্রথমে মন খারাপ হলেও এখন ভালো লাগে ছেলের এসব কাজ দেখে। শুধু চাকরি করেই যে উপার্জন করা যায় এমন ভুল ধারণা ভেঙেছে। ছেলে এখন সব ক্ষেত্রে সফল হয়েছে।’

উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ্ আলমগীর বলেন, তৌহিদের মতো সব কৃষককে কৃষি বিষয়ে যাবতীয় পরামর্শ দিই। তৌহিদ এত লেখাপড়া করেও কৃষিতে নিজেকে সম্পৃক্ত করেন, এমন ঘটনা কমই দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত