রংপুর প্রতিনিধি
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থান দখল করেছে রংপুর। জেলায় পাসের হার পাওয়া গেছে ৯৪ দশমিক ৮৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী।
গতকাল রোববার দুপুরে প্রকাশিত ফলে দেখা গেছে, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন।
বোর্ডের মধ্যে দিনাজপুরে ২ হাজার ৮৪৮, নীলফামারীতে ১ হাজার ৭০০, গাইবান্ধায় ১ হাজার ৬৭২, কুড়িগ্রামে ১ হাজার ৬২, লালমনিরহাটে ৬৪৯, ঠাকুরগাঁওয়ে ৯৪৩ ও পঞ্চগড়ে ৪০০ জন জিপিএ-৫ পেয়েছেন।
এ ছাড়া পাসের হারেও প্রথম অবস্থানে রয়েছে রংপুর জেলা। ৯৪ দশমিক ৫৮ শতাংশ পাসের হার অর্জন করে দ্বিতীয় অবস্থানে আছে লালমনিরহাট। এ ছাড়া নীলফামারীতে ৯৩ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুরে ৯২ দশমিক ৫১ শতাংশ, কুড়িগ্রামে ৯১ দশমিক ৬৫ শতাংশ, গাইবান্ধায় ৯০ দশমিক ৪৮ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৯০ দশমিক ৪৬ শতাংশ ও পঞ্চগড়ে ৮৮ দশমিক ৮৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোছা. রোকসানা বেগম জানান, এবার ফলের দিক দিয়ে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান অধিকাংশ সময় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের নিজেদের প্রচেষ্টায় ভালো ফল অর্জন করা সম্ভব হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ৬৬৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ২০৩টি কেন্দ্রে পরীক্ষায় বসে ১ লাখ ১৫ হাজার ৯৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৪ হাজার ৪৮৪ জন পাস করেছেন।
রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আতাহার আলী খাঁন বলেন, বিভাগীয় শহর হওয়ায় রংপুর শহরের লেখাপড়ার মান সব সময়ই ভালো হয়ে থাকে। করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রচেষ্টায় ভালো ফল সম্ভব হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থান দখল করেছে রংপুর। জেলায় পাসের হার পাওয়া গেছে ৯৪ দশমিক ৮৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী।
গতকাল রোববার দুপুরে প্রকাশিত ফলে দেখা গেছে, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন।
বোর্ডের মধ্যে দিনাজপুরে ২ হাজার ৮৪৮, নীলফামারীতে ১ হাজার ৭০০, গাইবান্ধায় ১ হাজার ৬৭২, কুড়িগ্রামে ১ হাজার ৬২, লালমনিরহাটে ৬৪৯, ঠাকুরগাঁওয়ে ৯৪৩ ও পঞ্চগড়ে ৪০০ জন জিপিএ-৫ পেয়েছেন।
এ ছাড়া পাসের হারেও প্রথম অবস্থানে রয়েছে রংপুর জেলা। ৯৪ দশমিক ৫৮ শতাংশ পাসের হার অর্জন করে দ্বিতীয় অবস্থানে আছে লালমনিরহাট। এ ছাড়া নীলফামারীতে ৯৩ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুরে ৯২ দশমিক ৫১ শতাংশ, কুড়িগ্রামে ৯১ দশমিক ৬৫ শতাংশ, গাইবান্ধায় ৯০ দশমিক ৪৮ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৯০ দশমিক ৪৬ শতাংশ ও পঞ্চগড়ে ৮৮ দশমিক ৮৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোছা. রোকসানা বেগম জানান, এবার ফলের দিক দিয়ে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান অধিকাংশ সময় বন্ধ থাকলেও শিক্ষার্থীদের নিজেদের প্রচেষ্টায় ভালো ফল অর্জন করা সম্ভব হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ৬৬৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। ২০৩টি কেন্দ্রে পরীক্ষায় বসে ১ লাখ ১৫ হাজার ৯৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৪ হাজার ৪৮৪ জন পাস করেছেন।
রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আতাহার আলী খাঁন বলেন, বিভাগীয় শহর হওয়ায় রংপুর শহরের লেখাপড়ার মান সব সময়ই ভালো হয়ে থাকে। করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রচেষ্টায় ভালো ফল সম্ভব হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫