Ajker Patrika

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় স্বামী গ্রেপ্তার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২: ৫২
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় স্বামী গ্রেপ্তার

মঠবাড়িয়ায় সাফিয়া বেগম (২০) নামে এক নববধূর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। গত রোববার সকালে নিহতের ভাই জামাল হোসেন বাদী হয়ে ভগ্নিপতি জুয়েল মিয়া (২৬) ও তাঁর মামা খলিল হাওলাদারকে (৪৫) আসামি করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলাটি করেছেন।

পুলিশ জুয়েল মিয়াকে গ্রেপ্তার করেছে। জুয়েল পার্শ্ববর্তী পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার চরকুমারিয়া হাওলাদারকান্দি গ্রামের দিনমজুর মহসিন ফকিরের মেয়ে সাফিয়া বেগমের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে জুয়েল মাত্র এক মাস আগে বিয়ে করেন। জুয়েল ও সাফিয়া দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে কলহের সৃষ্টি হয়। সম্প্রতি জুয়েল তাঁর স্ত্রী সাফিয়াকে নিয়ে মামা খলিল হাওলাদারের বাড়ি বেড়াতে আসেন।

গত শুক্রবার গভীর রাতে সাফিয়া বেগমকে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে থানা-পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

সাফিয়া বেগমের ভাই জামাল হোসেন জানান, ৭–৮ মাস আগে সখিপুর থানার আরশিনগর গ্রামের সবুজ সরদারের সঙ্গে বিয়ে হয় সাফিয়ার। সেই স্বামীকে রেখে গত এক মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। এরপর আত্মীয়–স্বজনদের বাড়ি খুঁজেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশের কাছ থেকে তাঁর পরিবার জানতে পারে সাফিয়াকে ফাঁস লাগা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল মামলা ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ভাই জামাল হোসেন বাদী হয়ে ভগ্নিপতি জুয়েল মিয়া ও তাঁর মামা খলিল হাওলাদারকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। গ্রেপ্তার জুয়েলকে গত রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত