Ajker Patrika

কুষ্টিয়ার ডিসি ও এসপিকে সম্মাননা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫: ৫৮
কুষ্টিয়ার ডিসি ও এসপিকে সম্মাননা

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) সাইদুল ইসলাম এবং পুলিশ সুপার (এসপি) খায়রুল আলমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। গত শনিবার রাতে কুষ্টিয়া ক্লাবের পক্ষ থেকে জেলার এই দুই কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে শনিবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের হলরুমে সম্মাননা প্রদান অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডিসি সাইদুল ইসলাম বলেন, ‘ক্লাবচর্চা এক ধরনের সামাজিক বন্ধন গড়ে তোলে। একটি ক্লাব শুধুমাত্র ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বরং মানুষের উৎকর্ষ উন্নয়নের একটি প্রয়োজনীয় অনুষঙ্গ। কুষ্টিয়া ক্লাবও এমন একটি সংগঠন।’

আরেক অতিথি এসপি খাইরুল আলম বলেন, ‘এই জেলা অনেক মনীষীর পদধূলি সমৃদ্ধ। যাঁরা সমাজের উন্নয়নে ও পরিবর্তনে অনেক অবদান রেখেছেন। আমরাও তাঁদের পদাঙ্ক অনুসরণ করে অনেক কাজ করতে পারি। আশা করি, কুষ্টিয়া ক্লাবের মাধ্যমে এলাকার সমাজ ও সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন ঘটবে।’

কুষ্টিয়া জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃণাল কান্তি দের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম। আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শারমিন আক্তার, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা, কুষ্টিয়া সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আজমল গনি আরজু, কুষ্টিয়া রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক রেজানুর রহমান খান চৌধুরী মুকুল প্রমুখ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

৪ বিষয়ে সুরাহা চেয়ে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ দিলেন ৯ পোলিং এজেন্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত