Ajker Patrika

সামাজিক সম্প্রীতি দিবস উদ্‌যাপন

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১২: ৫৭
সামাজিক সম্প্রীতি দিবস উদ্‌যাপন

‘এক সঙ্গে যদি থাকা যায়, এর চেয়ে আনন্দ আর নাই’ স্লোগানে রাজশাহীতে সামাজিক সম্প্রীতি দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেনোনাইট সেন্ট্রাল কমিটির (এমসিসি) সহযোগিতায় মহালে আদিবাসী সামাজিক উন্নয়ন সংস্থা (মাসাউস) এ আয়োজন করে।

এ অনুষ্ঠানে যাঁরা অতিথি হয়ে এসেছিলেন, তাঁরা এনেছিলেন নানা রকমের পিঠা, পায়েসসহ নানা খাবার। সামাজিক সম্প্রীতির উদাহরণ হিসেবে অনুষ্ঠানে সবাই খাবারগুলো একসঙ্গে খান। পরে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমসিসির কো-অর্ডিনেটর বিলন রুগা।

সভাপতিত্ব করেন মাসাউসের নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা। তিনি বলেন, আগে মানুষে মানুষের সম্পর্কটা গাঢ় ছিল। সামাজিক শৃঙ্খল এবং সামাজিক বন্ধন সুদৃঢ় ছিল। আচার অনুষ্ঠান এমনকি পিঠা পায়েসও এক সঙ্গে মিলেমিশে উৎসব করে বছরে অন্তত একবার হলেও গ্রামের মানুষেরা খেতেন। কিন্তু এখন সেগুলো আর দেখা যাচ্ছে না। মানুষ এখন আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের শিক্ষক আবু ইউসুফ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক আহম্মদ ইবনে আজাদ, সিস্টার সেলিন রাঁড়ই ও উন্নয়ন কর্মী ইসমত আরা নয়ন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসাউসের প্রকল্প সমন্বয়কারী তরিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত