Ajker Patrika

খুলনা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯: ৫৮
খুলনা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ

ঝালকাঠি বাস টার্মিনালের অফিস কক্ষে পিরোজপুরের এক বাসচালককে আটকে রেখে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য খুলনা-বরিশাল রুটে সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য এই রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ।

আহত বাসচালক অরবিন্দ কুমার দাস বলেন, ‘বরিশাল থেকে যাত্রী নিয়ে এসে মঠবাড়িয়া থেকে প্রতিদিনই গাড়ি খালি নিয়ে যায় এবং পথ থেকে যাত্রী গাড়িতে তোলে। এটা করার নিয়ম নাই। বারবার মানা করলেও তাঁরা এটা করেন। বিষয়টিতে আমি বাধা দেওয়ায় মঠবাড়িয়া থেকে গাড়ি নিয়ে যখন বরিশাল যাচ্ছিলাম, তখন ঝালকাঠিতে পৌঁছালে আমাকে ধরে নিয়ে অফিস কক্ষে আটকে রাখেন। পরে ওই বাসচালক সুমনের নেতৃত্বে বাসের সুপারভাইজার ও হেলপারসহ আরও কিছু লোক আমাকে মারধর করেন ও আমার সঙ্গে থাকা নগদ ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে আমাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসেন। আমি বিষয়টির দ্রুত সুষ্ঠু বিচার চাই।’

জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে ঝালকাঠি বাস টার্মিনালে আমাদের পিরোজপুরের এক সিনিয়র বাসচালক অরবিন্দকে আটকে রেখে মারধর করা হয়েছে; যা নিয়ে স্থানীয় বাসচালকেরা ক্ষুব্ধ হওয়ায় বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করেছে।’

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হালদার বলেন, ‘শ্রমিকদের সঙ্গে বাস ড্রাইভারের মারামারির ঘটনাকে কেন্দ্র করে এ বাস অবরোধ। তবে পিরোজপুর থেকে বুধবার কোনো বরিশালগামী বাস ছেড়ে যায়নি। মীমাংসা না হলে অবরোধ চলবে।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো মাসুদুজ্জামান মিলু বলেন, ‘পিরোজপুরে বাস অবরোধ থাকলেও পিরোজপুরে পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনসাধারণের কিছুটা ভোগান্তি হলেও পরিবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত