Ajker Patrika

লক্ষ্মীপুরে কাটা গাছ পড়ে শিশুর মৃত্যু আহত ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৩
লক্ষ্মীপুরে কাটা গাছ পড়ে শিশুর মৃত্যু আহত ৪

লক্ষ্মীপুরে গাছের নিচে চাপা পড়ে ইসরাত জাহান মুমু নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে পৌর শহরের আদিলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ইসরাত জাহান মুমু উপজেলার মো. ইসমাইল হোসেনের মেয়ে এবং আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর পৌরসভার আদিলপুর গ্রামের তিনা গাজী বাড়িতে (নিহত শিশুর নানার বাড়ি) মায়ের সঙ্গে বেড়াতে আসে শিশু ইসরাত জাহান মুমু। শিশুটি ও তার মা, মামি, নানিসহ বাড়ির উঠানে আড্ডা দিচ্ছিল। এ সময় পাশে শিশুর মামাদের একটি কড়ই গাছ কাটছিলেন শ্রমিকেরা। তারা গাছের ডালপালা না কেটে সরাসরি গাছ কেটে দেন। এ সময় গাছটি তাদের ওপর পড়ে ইসরাত জাহান মুমুসহ পাঁচজন আহত হয়।

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুমুকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত মুমুর বাবা মো. ইসমাইল বলেন, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মহিরাল আলম আজকের পত্রিকাকে জানান, ডালপালা না কেটে গাছ কেটে দেওয়ায় গাছচাপা পড়ে এক শিশু মারা গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত