Ajker Patrika

তিন ইউপির ২৯ ভোটকেন্দ্রের ১৬টি ঝুঁকিপূর্ণ

উজিরপুর প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ০৭
তিন ইউপির ২৯ ভোটকেন্দ্রের ১৬টি ঝুঁকিপূর্ণ

উজিরপুরে তৃতীয় ধাপে তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আগামীকাল ২৮ নভেম্বর ভোট দেবেন ভোটাররা। এই তিন ইউপির ২৯টি কেন্দ্রের মধ্যে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস ১৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য মাঠে প্রশাসন তৎপর।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যোগাযোগ ব্যবস্থা, বিগত দিনের ভোট কেন্দ্রের অবস্থা পর্যালোচনা করে প্রশাসন ও নির্বাচন অফিস যৌথভাবে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। হারতা ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৬টি ঝুঁকিপূর্ণ। এগুলোর মধ্যে ৪ নম্বর ওয়ার্ডের জামবাড়ী কেন্দ্রটিকে ঘিরে শঙ্কা বেশি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী।

বামরাইল ইউনিয়নের ১০টি কেন্দ্রের ৫টি ঝুঁকি পূর্ণ। ৮ নম্বর ওয়ার্ডের হস্তিশুন্ড-কাজিরা কেন্দ্রটিতে দুই প্রভাবশালী প্রার্থী হওয়ায় এখানে বড় সংঘাতের আশঙ্কা করছে প্রশাসনসহ স্থানীয় বাসিন্দারা। ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হারেস সুমন বলেন, ‘আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরাপক্ষ নির্বাচন আশা করি।’

গুঠিয়া ইউনিয়নের ১০টি কেন্দ্রের ৫টি ঝুঁকিপূর্ণ। ওই ইউনিয়নের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বৈরকাঠি গ্রামের ৯ নম্বর কেন্দ্রটি। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায় এই কেন্দ্রটি উজিরপুর ও ঝালকাঠির সীমান্তে, তাই যোগাযোগ ব্যবস্থাও নাজুক। তাই প্রশাসন ও নির্বাচন অফিস এই কেন্দ্রটি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ সেখ অবশ্য সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু করতে ৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, র‍্যাব, প্রতিটি কেন্দ্রে ১০ জন পুলিশ এবং ১২ জন আনসার মোতায়েন থাকবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত