Ajker Patrika

শিক্ষার্থীর এমন কাণ্ডে হতবাক সবাই

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১১: ৩৮
শিক্ষার্থীর এমন কাণ্ডে হতবাক সবাই

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিতে আসা এক নারীর ভ্যানিটি ব্যাগ চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুনের কাছে ওই নারীর স্বামী এই অভিযোগ করেন।

পরে জরুরি বিভাগে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন ডা. মাহমুদা খাতুন। এর আগে গত বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা ওই নারীর ভ্যানিটি ব্যাগ চুরি হয়। সিসি ক্যামেরায় দেখা গেছে, জরুরি বিভাগে আসা স্থানীয় একটি বিদ্যালয়ের স্কুলশিক্ষার্থী ওই নারীর ভ্যানিটি ব্যাগ চুরি করে নিয়ে তার এক বান্ধবীর কাছে দেয়।

ভুক্তভোগী ওই নারীর স্বামী উপজেলার বিরামপুর গ্রামের লিটন চন্দ্র তালুকদার বলেন, ‘বুধবার আমার স্ত্রীকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই চিকিৎসার জন্য। সেখানে গিয়ে তার ভ্যানিটি ব্যাগটি আমার অন্য একটি ব্যাগে রাখি। একপর্যায়ে হাত থেকে পড়ে যায় ভ্যানিটি ব্যাগটি। পরে অনেক খোঁজাখুঁজির পরও পাইনি। ব্যাগে ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিল।’

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজে স্কুলড্রেস পরা এক ছাত্রীকে ওই নারীর ব্যাগটি নিতে দেখেছি। বিষয়টি দুঃখজনক। শিক্ষার্থীরা পড়াশোনা করে নীতি-নৈতিকতা শিখবে। আর এদিকে এই ঘটনা দেখে আমি হতবাক।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে ঘটনাটি আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে শুনেছি। এটি খুবই দুঃখজনক। একজন শিক্ষার্থীর কাছ থেকে এমনটি কাম্য নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত