Ajker Patrika

ড্রাম বিস্ফোরণে প্রাণ গেল কিশোরের

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৩: ১৭
ড্রাম বিস্ফোরণে প্রাণ গেল কিশোরের

বেনাপোলের একটি ওয়ার্কশপে রাসায়নিকের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণে ইমন হোসেন নামের কিশোরের মৃত্যু হয়েছে।

সে ওই ওয়ার্কশপে শ্রমিকের কাজ করত। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেনাপোল বন্দর থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কোনো মামলা বা কেউ আটক নেই।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে বেনাপোল সীমান্তের বালুন্ডা বাজারে আব্দুল কাদেরের মালিকানাধীন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এক যুবক রাসায়নিকের একটি ড্রাম এনে চাল রাখার ড্রাম বানাতে বলে। এ সময় ওয়ার্কশপের শ্রমিক ইমন ড্রামটি কাটতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এতে ইমনের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। শব্দ শুনে আশপাশের দোকানিরা ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে সে মারা যায়।

পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফ্ফার সরদার জানান, ইমন সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। সংসারের হাল ধরতে বছর তিনেক আগে কিশোর বয়সেই শ্রমিকের কাজে যোগ দেয়। দুর্ঘটনা তার মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। ভবিষ্যতে এমন কাজে ওয়ার্কশপ কর্মীদের সতর্ক থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

ইমনের এক আত্মীয় আবির বলেন, ‘যাদের কারণে দুর্ঘটনায় ইমনের জীবন গেছে, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি।’

বেনাপোল বন্দর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, ‘পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারে কাছ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত