Ajker Patrika

স্কুলছাত্র হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫: ৪৪
স্কুলছাত্র হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

বরিশালে স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের (বিশেষ আদালত) বিচারক এ কে এম মুসা গত বৃহস্পতিবার বিকেল এই রায় দেন।

দণ্ডিতরা হলেন-গৌরনদীর সুন্দরদী গ্রামের সুলতান শরীফ ও কার্তিক ভক্ত। তাঁরা দুজনই পলাতক রয়েছেন। তাই তাঁদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৮ জানুয়ারি ডোবার কচুরিপানার মধ্যে থেকে অষ্টম শ্রেণির ছাত্র রানা দাসের (১৩) লাশ উদ্ধার করা হয়। এর ৫ দিন আগে বাড়ির পাশের ক্রিকেট খেলার মাঠ থেকে সে নিখোঁজ হয়। এরপর রানাকে অপহরণের অভিযোগ এনে তাঁর বাবা কৃষ্ণ দাস গৌরনদী থানায় মামলা দায়ের করেন। লাশ উদ্ধারের পর ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

গৌরনদী থানার তৎকালীন উপপরিদর্শক মো. হেলালুল হাচান ২০১৩ সালের ৩১ অক্টোবর ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অন্য আসামি হেনা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলা থেকে তাকে খালাস দিয়েছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার সঙ্গের তরুণী ‘যুব মহিলা লীগের সদস্য’

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

ঘুষ হিসেবে নেওয়া টাকা ভাগাভাগিতে ফাঁকি দেন না তিনি

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

ভারতীয় গণমাধ্যমে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর মৃত্যুর খবর

এলাকার খবর
Loading...