Ajker Patrika

কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষণ ভাতা লোপাটের অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুরে মাতৃসেবা সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদিকাদের প্রশিক্ষণ ভাতার আড়াই লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় সমাজসেবা কর্মকর্তা সানিয়াত সন্ধানির বিরুদ্ধে। সেই সঙ্গে প্রশিক্ষণ করেননি এমন নারীদের নামে ভাতা বরাদ্দ দেখিয়ে ওই টাকা সংশ্লিষ্ট কর্মকর্তা ও অফিসের লোকজন ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে জানা গেছে।

এমন অনিয়মের বিষয় উল্লেখ করে প্রশিক্ষণে অংশ নেওয়া সেখানকার মাতৃকেন্দ্র সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদিকা জবা সরকার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর সম্প্রতি একটি লিখিত অভিযোগ দেন।

এ ছাড়া প্রশিক্ষণে বরাদ্দ টাকা লুটপাটের বিষয়টি স্থানীয়ভাবে প্রকাশ হয়ে গেলে ঘটনা তদন্তে জেলা সমাজসেবা অফিস তদন্ত কমিটি গঠন করে। এতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব আলম খাসনবীশ ও রফিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

অভিযোগে জবা বলেন, দুর্গাপুর সমাজসেবা অফিসের অধীন ৬৫টি মাতৃকেন্দ্র সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদিকাকে প্রশিক্ষণ দেওয়া হয়। চলতি বছরের ২০ মে থেকে ২৩ মে পর্যন্ত তিন দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ওই ৬৫ সমিতির মধ্যে ১৫ সমিতির ১৫ সম্পাদিকাকে বছরে ১২ হাজার করে তিন বছরের প্রশিক্ষণ ভাতা বাবদ জনপ্রতি ৩৬ হাজার টাকা করে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা এককালীন দেওয়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট সমাজসেবা অফিস ১৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৮ জনকে প্রথমে জনপ্রতি ৬ হাজার টাকা করে দেয়। পরে এলাকায় এ নিয়ে কানাঘুষা শুরু হলে জেলা অফিসের হস্তক্ষেপে ওই ৮ জনের পুরো টাকা পরিশোধ করা হয়। কিন্তু বাকি ৭ জনের প্রশিক্ষণ ভাতা মোট ২ লাখ ৫২ হাজার টাকা আত্মসাৎ করেন তারা।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানিয়াত সন্ধানি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী জবা আক্তার আমাদের তালিকাভুক্ত কোনো মাতৃসেবা কল্যাণ কেন্দ্রের সম্পাদিকা নন। তবে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ ভাতা নিয়ে প্রথমে কিছুটা সমস্যা হলেও পরে সবার টাকা পরিশোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত