Ajker Patrika

নিরপেক্ষ নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থীদের

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৩: ৩০
নিরপেক্ষ নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থীদের

কুলিয়ারচরে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের আর পাঁচ দিন বাকি। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও চালাচ্ছেন জোর প্রচার ও গণসংযোগ। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউপিতে ঘটছে প্রার্থীদের প্রচার কাজে বাধা, কর্মী-সমর্থকদের ওপর হামলাসহ বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা। ফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা রয়েছেন শঙ্কা ও আতঙ্কগ্রস্ত। সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বিগ্ন প্রার্থী ও সমর্থকেরা। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভোটাররা।

১ নম্বর গোবরিয়া-আবদুল্লাহপুর ইউপিতে চশমা মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আব্বাস উদ্দিন বলেন, ‘প্রশাসন যদি সতর্ক থাকে এবং মিডিয়া যদি সোচ্চার হয় আমি আশা করি জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।’

অটোরিকশা মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন খান শাজাহান বলেন, ‘আমার ইউনিয়নে ভোটাররা ভোট দিতে পারবে কি না—এ নিয়ে খুব আতঙ্কের মধ্যে রয়েছে। আমি চাই আমার ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক। নির্বাচন সুষ্ঠু হলে আমি বিজয়ী হব।’

মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম বলেন, ‘সংশয় ও আতঙ্কের মধ্যে আছি। আমার ভোটার ও সমর্থকদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমার এলাকায় আমি প্রশাসনের হস্তক্ষেপে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি।’

৪ নম্বর উছমানপুর ইউপির মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আনিছ মিয়া বলেন, ‘আমার ইউনিয়নে দুটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। নির্বাচনের দিন পূর্ব নাজিরদিঘি, পশ্চিম নাজিরদিঘি কেন্দ্রগুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।’

আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মিয়া বলেন, ‘আমি স্থানীয় প্রশাসনের কাছে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি।’

৫ নম্বর ছয়সুতী ইউপির চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ দ্বীন ইসলাম বলেন, ‘দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত জবাবদিহিমূলক নাগরিক বান্ধব আদর্শ ইউনিয়ন গঠনে আমি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি।’

মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী দীন ইসলাম বলেন, ‘আমাদের ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু হোক—এটাই আমরা চাই। প্রত্যাশা রাখি নির্বাচন সুষ্ঠু হলে আমি জিতব।’

৭ নম্বর ফরিদপুর ইউনিয়নের চশমা মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান মুছা বলেন, ‘আমার ইউনিয়নে প্রশাসন ও সরকারের কাছে সুষ্ঠু নির্বাচনের দাবি রাখি।’

এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের তরুণ ভোটাররাও চান নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক। জীবনের প্রথম ভোট পছন্দের প্রার্থীদের প্রয়োগ করার দাবি জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত