Ajker Patrika

অবৈধ করাতকলের সরঞ্জাম জব্দ

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ২৪
অবৈধ করাতকলের সরঞ্জাম জব্দ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে স্থাপিত করাতকলের সব সরঞ্জাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের রেংকার্যা এলাকায় হিরন্দ্র চাকমার (৫০) করাতকলে গত বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।

এর আগে গত বছরের নভেম্বরে রেংকার্যা সংরক্ষিত বনাঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও। এ সময় করাতকলের মালিক হিরন্দ্র চাকমা ভুল স্বীকার করে ১৫ দিনের মধ্যে করাতকল বন্ধ করবেন বলে সময় নিয়েছিলেন। ওই সময় পেরিয়ে গেলে বুধবার করাতকল বিধিমালা ২০১২ আইনে এর সব সরঞ্জাম জব্দ করা হয় বলে জানান ইউএনও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত