Ajker Patrika

পুঠিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির সংকট

এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৮: ৪১
পুঠিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে  বিশুদ্ধ পানির সংকট

রাজশাহীর পুঠিয়ায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজুড়ে দীর্ঘদিন ধরে পানযোগ্য বিশুদ্ধ পানির সংকট চলছে। কমপ্লেক্স এলাকায় একাধিক টিউবওয়েল থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় পাঁচ বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে সেগুলো। এ ছাড়া গত বছর কমপ্লেক্সের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে সংযোজন করা ফিল্টারগুলোতেও বন্ধ রয়েছে পানি সরবরাহ। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও স্বজনেরা প্রতিনিয়ত পানযোগ্য পানির সংকটে ভুগছেন।

রোগী ও তাঁদের স্বজনদের দাবি, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের দুর্ভোগ লাঘবে তাড়াতাড়ি ফিল্টার চালু করা হোক। নয়তো কাছাকাছি একটি টিউবওয়েল স্থাপন করা হোক।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয় আসমা বেগমের সঙ্গে। তিনি বলেন, দুই দিন ধরে মেয়েকে নিয়ে হাসপাতালে আছেন। এখানে পানযোগ্য বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। তাই স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের কাছাকাছি একটি টিউবওয়েল থেকে পানি আনতে হয়।

অপর এক রোগীর স্বজন শরীফা খাতুন বলেন, হাসপাতালজুড়ে কোথাও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। এখানে আসা কিংবা ভর্তি রোগীদের জন্য বিশুদ্ধ পানি বাড়ি থেকে আনতে হয়। নয়তো হাসপাতালের বাইর থেকে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে কমপ্লেক্স এলাকার টিউবওয়েলগুলো পরিত্যক্ত পড়ে আছে।

কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীরা বলেন, ভর্তি রোগীদের সুবিধার্থে গত বছর দোতলার ওপরে বিশুদ্ধ পানি সরবরাহের একটি ফিল্টার স্থাপন করা হয়। এর সুবিধা রোগীরা আজও পাননি। ওষুধ খাওয়ানোর জন্য সামান্য পানিও আনতে হয় মহাসড়কের কাছের চায়ের দোকানের পাশের টিউবওয়েল থেকে। অথচ কাছেই রয়েছে কয়েকটি পানির ফিল্টার, যেগুলো শুধু সংযোগের অভাবে ব্যবহার করা যাচ্ছে না। রোগীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়টি কর্তৃপক্ষকে মাঝেমধ্যে জানানো হয়। কিন্তু কোনো কাজ হচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মতিন আজকের পত্রিকাকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানি সরবরাহে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ফিল্টার বসানো হয়েছে। তবে কারিগরি কিছু ত্রুটির কারণে ফিল্টারে পানি সরবরাহ বন্ধ আছে। বিষয়টি তাঁর জানা আছে। তিনি ইতিমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলেছেন। আশা করছেন, খুব তাড়াতাড়ি বিশুদ্ধ পানির এ সংকট নিরসন হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত