Ajker Patrika

রোনালদোর ভবিষ্যৎ তাহলে কোন পথে

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১০: ৫১
রোনালদোর ভবিষ্যৎ তাহলে কোন পথে

ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য একে একে সব দুয়ার বন্ধ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডে অন্তত আরেকটা মৌসুম কাটাতেই হবে তাঁকে। আর ঠিক তখনই নতুন করে আশার আলো নিয়ে আসে আতলেতিকো মাদ্রিদ। যদিও এখনো পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। এর মধ্যে রোনালদোকে না নিতে জোট বেঁধেছে আতলেতিকো সমর্থকদের একাংশ। সব মিলিয়ে এখনো বেশ অনিশ্চিত অবস্থাতেই আছে রোনালদোর দলবদল।

শুধু সমর্থকদের বিরোধিতায় নয়, রোনালদোকে দলে টানার ক্ষেত্রে অর্থনৈতিকভাবেও প্রতিবন্ধকতা আছে আতলেতিকোর সামনে। এই মুহূর্তে নিজেদের বেতনসীমার মধ্যে রোনালদোকে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই আতলেতিকো। ম্যানইউর চাহিদা পূরণ করার মতো অবস্থাও নেই তাদের। অবশ্য এটাও ঠিক যে রোনালদো আনার সঙ্গে সঙ্গে তাদের আয় রকেট গতিতে বাড়তে শুরু করবে।

তবে দলে শেষ পর্যন্ত রোনালদোকে জায়গা দিতে হলে অন্তত দুজন খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে আতলেতিকোর। সে ক্ষেত্রে একজন খেলোয়াড় হতে পারেন আলভারো মোরাতা অথবা সাউল নিগুয়েজ ও থমাস লেমারের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে হতে পারে তাদের।

শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হলেও রোনালদোকে বেতন কমিয়েই আসতে হবে আতলেতিকোতে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে অর্থনৈতিক ক্ষতি রোনালদো মেনে নেন কি না, সেটাই দেখার অপেক্ষা।

রোনালদোর আতলেতিকোতে যাওয়ায় ক্ষুব্ধ করতে পারে রিয়াল সমর্থকদেরও। লস ব্লাঙ্কোসদের ইতিহাসে সবচেয়ে বড় তারকাদের অন্যতম হলেন রোনালদো। এখন নগরপ্রতিদ্বন্দ্বীদের কাছে গেলে তাঁর সেই ‘ইমেজ’ নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্ত হবে। সব মিলিয়ে একমাত্র বিকল্প হিসেবে রোনালদোর সামনে আতলেতিকোর দরজা খোলা মনে হলেও সেটি খুলতেও অনেক বেগ পেতে হবে পর্তুগিজ মহাতারকাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত