এস এম নূর মোহাম্মদ, ঢাকা
দেশের সব অধস্তন আদালতে ২২ বছরের বেশি সময় ধরে বিচারাধীন ৫ হাজারের বেশি মামলা। এর মধ্যে ঢাকার জেলা আদালতে সবচেয়ে বেশি, ৬২৩টি মামলা এত দিনেও নিষ্পত্তি হয়নি। তবে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ২০১৮ সাল থেকে ধাপে ধাপে নানা পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্ট। এবার ২২ বছর বা তার বেশি সময় ধরে ঝুলে থাকা মামলা চলতি বছরের ১ ডিসেম্বরের আগেই নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে এসব মামলা নিষ্পত্তি করে সুপ্রিম কোর্টে প্রতিবেদন পাঠাতেও বলা হয়েছে।
প্রধান বিচারপতির আদেশে গত ২২ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সংশ্লিষ্ট জেলা আদালতগুলোতে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। তবে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকা মামলা স্থগিতাদেশ প্রত্যাহারের পর নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশনায় বলা হয়, অধস্তন আদালতের কার্যক্রম তদারকিতে গঠিত মনিটরিং কমিটি বিচারাধীন মামলার তথ্য সংগ্রহ করেছে। এতে দেখা যায়, ২২ বছর ধরে দেওয়ানি ও ফৌজদারি মিলে ৫ হাজারের বেশি মামলা বিচারাধীন। এতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকা মামলা ব্যতীত বাকি সব মামলা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ প্রদান করা হলো।
সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ঝুলে থাকা মামলার মধ্যে ঢাকা জেলা আদালতে রয়েছে ৬২৩টি, গোপালগঞ্জে ১৬টি, রাজবাড়ীতে ১৪টি, নরসিংদীতে ৩টি, নারায়ণগঞ্জে ৫৫টি, মাদারীপুরে ২২টি, টাঙ্গাইলে ১২টি, গাজীপুরে ৩১টি, মানিকগঞ্জে ৬টি, ফরিদপুরে ১৯টি এবং কিশোরগঞ্জ জেলা আদালতে ৬৭টি মামলা রয়েছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মনিটরিং কমিটি করার পর মামলা নিষ্পত্তি এবং কাজের গতি বেড়েছে। বিচারকেরা পূর্ণ কর্মঘণ্টা ব্যবহার করছেন এখন। পুরোনো মামলা নিষ্পত্তির জন্য সব সময়ই নির্দেশ ছিল।
আর মনিটরিং কমিটি নির্দেশ দিয়েছে, ২০০০ সালের আগের কোনো মামলা বিচারাধীন থাকতে পারবে না। এসব নিয়ে প্রধান বিচারপতিও কমিটির সঙ্গে কয়েকবার বৈঠক করেছেন, নির্দেশনা দিচ্ছেন। আমরা নিয়মিত থাকে এসব বিষয়ে জানাচ্ছি।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দায়িত্ব গ্রহণের পরপরই বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানোর বিষয়ে উদ্যোগ নেন। গত ২৭ জানুয়ারি ৮ বিভাগের জন্য হাইকোর্ট বিভাগের ৮ জন বিচারপতির নেতৃত্বে ৮টি মনিটরিং কমিটি গঠন করা হয়। মনিটরিং কমিটি গঠনের পর দায়িত্বপ্রাপ্ত বিচারপতিরা বিভিন্ন আদালত পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট জেলার বিচারকদের সঙ্গে মতবিনিময় করেছেন, তাদের সমস্যার কথা শুনেছেন। গত ১৪ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে অধস্তন আদালতের বিচারকদের প্রতি। এতে অধস্তন আদালতের বিচার কার্যক্রমে গতি বেড়েছে বলে জানা গেছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ আজকের পত্রিকাকে বলেন, অধস্তন আদালতের মামলা নিষ্পত্তি তদারকির জন্য মনিটরিং কমিটি গঠন ভালো উদ্যোগ। তবে মামলার জট বিবেচনায় আরও বিচারক নিয়োগ দেওয়া দরকার। দ্রুত বিচার পাওয়া বিচারপ্রার্থীর আইনগত ও মৌলিক অধিকার। রাষ্ট্র এটা দিতে বাধ্য। আর বিচারকদেরও দেখতে হবে মামলা দীর্ঘ সময় ধরে চলছে কেন? আদালত যদি দেখে যুক্তিসংগত কোনো কারণ নেই। সে ক্ষেত্রে আদালত সময় মঞ্জুর না করে নিষ্পত্তির উদ্যোগ নেবেন।
মোহাম্মদ শামীম আজিজ আরও বলেন, এভাবে চললে আদালতের প্রতি মানুষ আস্থা হারাবে। মানুষ আদালতকেই শেষ ঠিকানা মনে করে। তাই বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে হবে।
২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালকে অগ্রাধিকার ভিত্তিতে পাঁচ বছরের অধিক পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হয়। চলতি বছরের মার্চে এক নির্দেশনায় ১০ বছরের অধিক পুরোনো মামলা, আপিল ও রিভিশনসমূহ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশনা দেন সুপ্রিম কোর্ট।
দেশের সব অধস্তন আদালতে ২২ বছরের বেশি সময় ধরে বিচারাধীন ৫ হাজারের বেশি মামলা। এর মধ্যে ঢাকার জেলা আদালতে সবচেয়ে বেশি, ৬২৩টি মামলা এত দিনেও নিষ্পত্তি হয়নি। তবে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ২০১৮ সাল থেকে ধাপে ধাপে নানা পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্ট। এবার ২২ বছর বা তার বেশি সময় ধরে ঝুলে থাকা মামলা চলতি বছরের ১ ডিসেম্বরের আগেই নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে এসব মামলা নিষ্পত্তি করে সুপ্রিম কোর্টে প্রতিবেদন পাঠাতেও বলা হয়েছে।
প্রধান বিচারপতির আদেশে গত ২২ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সংশ্লিষ্ট জেলা আদালতগুলোতে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। তবে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকা মামলা স্থগিতাদেশ প্রত্যাহারের পর নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশনায় বলা হয়, অধস্তন আদালতের কার্যক্রম তদারকিতে গঠিত মনিটরিং কমিটি বিচারাধীন মামলার তথ্য সংগ্রহ করেছে। এতে দেখা যায়, ২২ বছর ধরে দেওয়ানি ও ফৌজদারি মিলে ৫ হাজারের বেশি মামলা বিচারাধীন। এতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকা মামলা ব্যতীত বাকি সব মামলা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ প্রদান করা হলো।
সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ঝুলে থাকা মামলার মধ্যে ঢাকা জেলা আদালতে রয়েছে ৬২৩টি, গোপালগঞ্জে ১৬টি, রাজবাড়ীতে ১৪টি, নরসিংদীতে ৩টি, নারায়ণগঞ্জে ৫৫টি, মাদারীপুরে ২২টি, টাঙ্গাইলে ১২টি, গাজীপুরে ৩১টি, মানিকগঞ্জে ৬টি, ফরিদপুরে ১৯টি এবং কিশোরগঞ্জ জেলা আদালতে ৬৭টি মামলা রয়েছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মনিটরিং কমিটি করার পর মামলা নিষ্পত্তি এবং কাজের গতি বেড়েছে। বিচারকেরা পূর্ণ কর্মঘণ্টা ব্যবহার করছেন এখন। পুরোনো মামলা নিষ্পত্তির জন্য সব সময়ই নির্দেশ ছিল।
আর মনিটরিং কমিটি নির্দেশ দিয়েছে, ২০০০ সালের আগের কোনো মামলা বিচারাধীন থাকতে পারবে না। এসব নিয়ে প্রধান বিচারপতিও কমিটির সঙ্গে কয়েকবার বৈঠক করেছেন, নির্দেশনা দিচ্ছেন। আমরা নিয়মিত থাকে এসব বিষয়ে জানাচ্ছি।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দায়িত্ব গ্রহণের পরপরই বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানোর বিষয়ে উদ্যোগ নেন। গত ২৭ জানুয়ারি ৮ বিভাগের জন্য হাইকোর্ট বিভাগের ৮ জন বিচারপতির নেতৃত্বে ৮টি মনিটরিং কমিটি গঠন করা হয়। মনিটরিং কমিটি গঠনের পর দায়িত্বপ্রাপ্ত বিচারপতিরা বিভিন্ন আদালত পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট জেলার বিচারকদের সঙ্গে মতবিনিময় করেছেন, তাদের সমস্যার কথা শুনেছেন। গত ১৪ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে অধস্তন আদালতের বিচারকদের প্রতি। এতে অধস্তন আদালতের বিচার কার্যক্রমে গতি বেড়েছে বলে জানা গেছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ আজকের পত্রিকাকে বলেন, অধস্তন আদালতের মামলা নিষ্পত্তি তদারকির জন্য মনিটরিং কমিটি গঠন ভালো উদ্যোগ। তবে মামলার জট বিবেচনায় আরও বিচারক নিয়োগ দেওয়া দরকার। দ্রুত বিচার পাওয়া বিচারপ্রার্থীর আইনগত ও মৌলিক অধিকার। রাষ্ট্র এটা দিতে বাধ্য। আর বিচারকদেরও দেখতে হবে মামলা দীর্ঘ সময় ধরে চলছে কেন? আদালত যদি দেখে যুক্তিসংগত কোনো কারণ নেই। সে ক্ষেত্রে আদালত সময় মঞ্জুর না করে নিষ্পত্তির উদ্যোগ নেবেন।
মোহাম্মদ শামীম আজিজ আরও বলেন, এভাবে চললে আদালতের প্রতি মানুষ আস্থা হারাবে। মানুষ আদালতকেই শেষ ঠিকানা মনে করে। তাই বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে হবে।
২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি দেশের সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালকে অগ্রাধিকার ভিত্তিতে পাঁচ বছরের অধিক পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হয়। চলতি বছরের মার্চে এক নির্দেশনায় ১০ বছরের অধিক পুরোনো মামলা, আপিল ও রিভিশনসমূহ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশনা দেন সুপ্রিম কোর্ট।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫