Ajker Patrika

মধুখালীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৭: ০৪
মধুখালীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে লামিয়া ঐশী (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গাজনা ইউনিয়নের মথরাপুর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঐশী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট গ্রামের ঠাকুরপাড়া এলাকার আরিফ হোসেনের মেয়ে।

মৃতের বাবা আরিফ হোসেন জানান, ঐশী দুদিন আগে মথুরাপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত তাঁর বড় মেয়ের বাড়িতে বেড়াতে যায়। জামাতা আলিম বিশ্বাস মধুখালী বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীর কাজ করেন। বড় মেয়ে বৃষ্টি সুলতানা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। গত বৃহস্পতিবার ঐশীকে বাড়িতে একা রেখে পরীক্ষা দিতে যায় জামাতা ও মেয়ে। বাড়ি ফিরে ঘরের ভেতর থেকে দরজা-জানালা বন্ধ দেখে তাঁরা ডাকাডাকি করতে থাকেন। পরে জানালা ভেঙে ভেতরে গিয়ে ঐশীকে ঝুলন্ত দেখেন।

বৃষ্টি সুলতানা বলেন, কারও সঙ্গে কোনো রাগারাগি, ঝগড়াঝাঁটি কিছুই হয়নি। পরীক্ষা দিতে যাওয়ার আগে ঐশীকে ভালোভাবে রেখে যাই। এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে জানালা ভেঙে ঝুলন্ত অবস্থায় ওর মরদেহ দেখতে পাই।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। তবে এখনো আত্মহত্যার কোনো সঠিক কারণ উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি আত্মহত্যা মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত