Ajker Patrika

টানা সাতবারের ইউপি সদস্য

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৪: ০৭
টানা সাতবারের  ইউপি সদস্য

নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন আব্দুল হক খন্দকার (৬৯)। গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। এ নিয়ে টানা সপ্তম বারের মত তিনি ইউপি সদস্য নির্বাচিত হলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল হক খন্দকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৮০ সালে স্বেচ্ছায় চাকুরী থেকে অব্যহতি নিয়ে ১৯৮৪ সালে বাজনাব ইউপির ১নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন তিনি। এরপর থেকে টানা সাত বার নির্বাচন করে ইউপি সদস্য পদে বিজয়ী হয়েছেন। তিনি দুই বার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ ভাবে বার বার নির্বাচিত হওয়ার রহস্য নিয়ে আব্দুল হক খন্দকার বলেন, ‘আমি জনগণের স্বার্থে কাজ করেছি। এলাকার রাস্তা ঘাটের উন্নয়নে কাজ করেছি। আমি সরকারের কাছ থেকে যা বরাদ্দ পেয়েছি, তা জনগণকে সঠিকভাবে বন্টন করেছি। জনগন আমাকে গরীবের বন্ধু মনে করে। জনগণের যে কোনো সমস্যায় আগের মতোই পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত