তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। এতে কমছে দুই ও তিন ফসলি জমির পরিমাণ। অপরিকল্পিত পুকুর খননে ফসলের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন।
কৃষকরা বলছেন, ধান চাষের চেয়ে মাছ চাষের জন্য জমি লিজ দিলে বেশি লাভবান হওয়া যায়।
জানা গেছে, বিগত ১০-১১ বছরে অবৈধভাবে পুকুর খননের ফলে উপজেলার আটটি ইউনিয়নে ফসলি জমি কমেছে প্রায় ৬০০ হেক্টর। অপরিকল্পিত পুকুরে উপজেলার মাধবপুর, শ্রীকৃষ্ণপুর, বোয়ালিয়া, মঙ্গলবাড়িয়া, বাশঁবাড়িয়া, তাড়াশ পৌর এলাকা, কাউরাইল, শোলাপাড়া, সরাপপুর, বোয়ালিয়া, ভায়াট, লালুয়ামাঝিড়া, কামারশোন, জাহাঙ্গীরগাতী, খুটিগাছা, নওগাঁ, সাকইদীঘি, বিনসাড়াসহ নিচু এলাকার মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অনেক জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠে দেড় শতাধিক পুকুর খনন করা হয়েছে। এতে প্রায় ৫৫০ থেকে ৬০০ হেক্টর আবাদি জমি কমে গেছে। চলতি বছরেও উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে পুকুর খনন শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের বেশি মুনাফার লোভ দেখিয়ে আবাদি জমি বার্ষিক লিজ নিয়ে পুকুর খনন করে মাছ চাষ করছেন। কৃষকেরা প্রতি বিঘা জমির ধান বিক্রি করে বছরে আয় করেন ১০ হাজার টাকার মতো। পুকুর খননের জন্য লিজ দিলে পাচ্ছেন ১৫-২০ হাজার টাকা।
স্থানীয় রবিউল করিম, জালাল উদ্দিন, মহর প্রামাণিক, জফের আলীসহ একাধিক কৃষক জানান, প্রতি বছর এলাকার শত শত বিঘা ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে। যত্রতত্র পুকুর খনন করায় অনেক এলাকায় আবাদি জমিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে কমছে উৎপাদন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি নির্দেশ অমান্য করে তিন ফসলি কৃষি জমিগুলোকে পরিণত করা হচ্ছে পুকুরে। এতে দিন দিন আবাদি জমি কমার সঙ্গে কমছে ফসল উৎপাদনও।’
এ বিষয়ে কথা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।’
সিরাজগঞ্জের তাড়াশে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। এতে কমছে দুই ও তিন ফসলি জমির পরিমাণ। অপরিকল্পিত পুকুর খননে ফসলের মাঠে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন।
কৃষকরা বলছেন, ধান চাষের চেয়ে মাছ চাষের জন্য জমি লিজ দিলে বেশি লাভবান হওয়া যায়।
জানা গেছে, বিগত ১০-১১ বছরে অবৈধভাবে পুকুর খননের ফলে উপজেলার আটটি ইউনিয়নে ফসলি জমি কমেছে প্রায় ৬০০ হেক্টর। অপরিকল্পিত পুকুরে উপজেলার মাধবপুর, শ্রীকৃষ্ণপুর, বোয়ালিয়া, মঙ্গলবাড়িয়া, বাশঁবাড়িয়া, তাড়াশ পৌর এলাকা, কাউরাইল, শোলাপাড়া, সরাপপুর, বোয়ালিয়া, ভায়াট, লালুয়ামাঝিড়া, কামারশোন, জাহাঙ্গীরগাতী, খুটিগাছা, নওগাঁ, সাকইদীঘি, বিনসাড়াসহ নিচু এলাকার মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অনেক জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠে দেড় শতাধিক পুকুর খনন করা হয়েছে। এতে প্রায় ৫৫০ থেকে ৬০০ হেক্টর আবাদি জমি কমে গেছে। চলতি বছরেও উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে পুকুর খনন শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার কিছু অসাধু ব্যবসায়ী কৃষকদের বেশি মুনাফার লোভ দেখিয়ে আবাদি জমি বার্ষিক লিজ নিয়ে পুকুর খনন করে মাছ চাষ করছেন। কৃষকেরা প্রতি বিঘা জমির ধান বিক্রি করে বছরে আয় করেন ১০ হাজার টাকার মতো। পুকুর খননের জন্য লিজ দিলে পাচ্ছেন ১৫-২০ হাজার টাকা।
স্থানীয় রবিউল করিম, জালাল উদ্দিন, মহর প্রামাণিক, জফের আলীসহ একাধিক কৃষক জানান, প্রতি বছর এলাকার শত শত বিঘা ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে। যত্রতত্র পুকুর খনন করায় অনেক এলাকায় আবাদি জমিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এতে কমছে উৎপাদন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি নির্দেশ অমান্য করে তিন ফসলি কৃষি জমিগুলোকে পরিণত করা হচ্ছে পুকুরে। এতে দিন দিন আবাদি জমি কমার সঙ্গে কমছে ফসল উৎপাদনও।’
এ বিষয়ে কথা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫