Ajker Patrika

গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৩

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৮
গৃহবধূকে দলবেঁধে  ধর্ষণ, গ্রেপ্তার ৩

জয়পুরহাটে এক গৃহবধূ গত শুক্রবার রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলার তিন আসামিকে গত শনিবার রাতে সদর উপজেলার পণ্ডিতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আসলাম (২০), মো. রাব্বি (১৯) ও মো. রায়হান (২১)। তাঁরা পণ্ডিতপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আসলাম, রাব্বি ও রায়হান বাড়ির দেয়াল টপকে ওই গৃহবধূর বাড়ির ভেতরে ঢোকেন। এরপর রায়হান তাঁর মোবাইল ফোনে ওই গৃহবধূ ও তাঁর স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন। পরে ওই তিনজন ওই দম্পতির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এরপর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই তিনজন আবার গৃহবধূর ঘরে ঢোকেন। পরে বাড়ির পাশে নিয়ে তাঁকে দলবেঁধে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে শনিবার সন্ধ্যায় জয়পুরহাট থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

গতকাল রোববার জানতে চাইলে ওসি একেএম আলমগীর জাহান আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ পাওয়ার পরই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকারও করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত