Ajker Patrika

বরিশালে ১৭৮ কেন্দ্রে এসএসসি পরীক্ষা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১০: ৫৮
বরিশালে ১৭৮ কেন্দ্রে এসএসসি পরীক্ষা

বরিশাল বিভাগে এবার ১৭৮ কেন্দ্রে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৬৩, ভোলায় ২৩, বরগুনায় ২২, পটুয়াখালীতে ৩০, পিরোজপুরে ২৩ ও ঝালকাঠিতে ১৭ ভোট কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। তিনি বলেন, এবারে বরিশাল বিভাগে মোট ১ লাখ ১৫ হাজার ৭১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে ছেলে ৫৮ হাজার ৪৭৫ ও মেয়ে ৫৬ হাজার ৫৯৬ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ২৫ হাজার ৬৯, মানবিক বিভাগে ৬৯ হাজার ৭৯৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২০ হাজার ২০৬ জন। পটুয়াখালীতে পরীক্ষার্থী সংখ্যা ২০ হাজার ২২৬, বরিশালে ৪০ হাজার ৪৬৫, বরগুনায় ১২ হাজার ৫২, পিরোজপুরে ১৪ হাজার ১৯৭, ভোলায় ১৮ হাজার ৩০৫ এবং ঝালকাঠিতে ১০ হাজার ৩৫৩ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, ‘পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের পূর্বে মাস্ক পরিধান করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...