রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুরে পরিত্যক্ত ভবনে চলছে বন বিভাগের দাপ্তরিক কার্যক্রম। বর্ষায় যেকোনো সময় ধসে পড়তে পারে ভবন। একই অবস্থা কর্মচারীদের বসবাসের কোয়ার্টারের। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রায় এক যুগ ধরে তাঁরা ভবনটিতে ঝুঁকি নিয়ে কাজ করছেন। বিষয়টি জেনেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নীরব। তবে দ্রুত আধুনিক ভবন তৈরি করে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে জানান রংপুর বিভাগীয় বন কর্মকর্তা।
জানা গেছে, ১৯৮২ সালে শহরের কুন্দল এলাকায় ছয় একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হয় সৈয়দপুর সামাজিক বন বিভাগ ও নার্সারি প্রশিক্ষণকেন্দ্র। একজন রেঞ্জ কর্মকর্তা, একজন ফরেস্টার, দুজন বাগানমালি ও দুজন বনপ্রহরী মিলে ৭টি পদের জন্য ৫টি কোয়ার্টার ও একটি কার্যালয় নির্মাণ করা হয়। বাস অনুপযোগী হওয়ায় একতলাবিশিষ্ট ভবন ও কোয়ার্টার ১০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপরও নতুন ভবন ও কোয়ার্টার নির্মাণ করা হয়নি। উপায় না পেয়ে ওই ভবন ও কোয়ার্টারে চলছে দাপ্তরিক কার্যক্রমসহ কর্মচারীদের বসবাস।
সরেজমিন ঘুরে দেখা যায়, চারদিকে ঝোপঝাড়ে ঘেরা সবুজ বনানী। তার মধ্যে সৈয়দপুর বন বিভাগের পরিত্যক্ত ভবন। যেখানে চলছে দাপ্তরিক কাজ। এর পাশেই কর্মচারীদের বসবাসের জন্য কোয়ার্টার। ভবনে ও কোয়ার্টারগুলোর পলেস্তারা খসে গেছে। ছাদ চুইয়ে পড়া বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে পলিথিন লাগানো হয়েছে। কোয়ার্টারগুলোতে লতা ও আগাছায় ঘিরে রেখেছে। এর মধ্যে ৩টি কোয়ার্টারের দরজা-জানালা কিছুই নেই। দেখে মনে হচ্ছে যেন ভূতের বাড়ি।
বনপ্রহরী মোহাম্মদ আলম বলেন, যোগদানের পর পরিবার নিয়ে এখানে বসবাস করছি। তবে সারাক্ষণ আতঙ্কে থাকতে হয়। চলমান বর্ষার পানি ছাদের ফুটো দিয়ে গড়িয়ে পড়ে মেঝেতে। পাশাপাশি ছাদ, মেঝে ও দেয়ালের পলেস্তারা প্রতিনিয়ত খসে পড়ছে। বাইরের দেয়ালে জন্মেছে ছত্রাক ও বিভিন্ন আগাছা। স্বল্প বেতন, ভাড়াই থাকব তার উপায়ও নেই। তাই এ পরিবেশেই বসবাস করতে হচ্ছে।
বনমালী আসলাম বলেন, ‘কোয়ার্টারের বেহালের বিষয়টি ঊর্ধ্বতনদের অবহিত করলেও মেরামত হয় না। এখন ছেলে-মেয়ে কলেজে পড়ছে। নিরাপত্তাহীনতার কারণে ওই বাসাবাড়ি ছাড়ে দিয়ে ভাড়া বাসায় উঠেছি।’
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শাহিকুল আলম মুসকারি বলেন, দীর্ঘদিন ধরে অফিস ভবন ও কোয়ার্টারের এ অবস্থা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলোবুর রহমান বলেন, শুধু সৈয়দপুর নয়, দেশের বিভিন্ন এলাকার বন বিভাগের কোয়ার্টারগুলোর এমন দশা। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন। দ্রুত আধুনিক ভবন তৈরি করে এ সমস্যার সমাধান করা হবে।
নীলফামারীর সৈয়দপুরে পরিত্যক্ত ভবনে চলছে বন বিভাগের দাপ্তরিক কার্যক্রম। বর্ষায় যেকোনো সময় ধসে পড়তে পারে ভবন। একই অবস্থা কর্মচারীদের বসবাসের কোয়ার্টারের। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রায় এক যুগ ধরে তাঁরা ভবনটিতে ঝুঁকি নিয়ে কাজ করছেন। বিষয়টি জেনেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নীরব। তবে দ্রুত আধুনিক ভবন তৈরি করে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে জানান রংপুর বিভাগীয় বন কর্মকর্তা।
জানা গেছে, ১৯৮২ সালে শহরের কুন্দল এলাকায় ছয় একর জায়গার ওপর প্রতিষ্ঠিত হয় সৈয়দপুর সামাজিক বন বিভাগ ও নার্সারি প্রশিক্ষণকেন্দ্র। একজন রেঞ্জ কর্মকর্তা, একজন ফরেস্টার, দুজন বাগানমালি ও দুজন বনপ্রহরী মিলে ৭টি পদের জন্য ৫টি কোয়ার্টার ও একটি কার্যালয় নির্মাণ করা হয়। বাস অনুপযোগী হওয়ায় একতলাবিশিষ্ট ভবন ও কোয়ার্টার ১০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপরও নতুন ভবন ও কোয়ার্টার নির্মাণ করা হয়নি। উপায় না পেয়ে ওই ভবন ও কোয়ার্টারে চলছে দাপ্তরিক কার্যক্রমসহ কর্মচারীদের বসবাস।
সরেজমিন ঘুরে দেখা যায়, চারদিকে ঝোপঝাড়ে ঘেরা সবুজ বনানী। তার মধ্যে সৈয়দপুর বন বিভাগের পরিত্যক্ত ভবন। যেখানে চলছে দাপ্তরিক কাজ। এর পাশেই কর্মচারীদের বসবাসের জন্য কোয়ার্টার। ভবনে ও কোয়ার্টারগুলোর পলেস্তারা খসে গেছে। ছাদ চুইয়ে পড়া বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে পলিথিন লাগানো হয়েছে। কোয়ার্টারগুলোতে লতা ও আগাছায় ঘিরে রেখেছে। এর মধ্যে ৩টি কোয়ার্টারের দরজা-জানালা কিছুই নেই। দেখে মনে হচ্ছে যেন ভূতের বাড়ি।
বনপ্রহরী মোহাম্মদ আলম বলেন, যোগদানের পর পরিবার নিয়ে এখানে বসবাস করছি। তবে সারাক্ষণ আতঙ্কে থাকতে হয়। চলমান বর্ষার পানি ছাদের ফুটো দিয়ে গড়িয়ে পড়ে মেঝেতে। পাশাপাশি ছাদ, মেঝে ও দেয়ালের পলেস্তারা প্রতিনিয়ত খসে পড়ছে। বাইরের দেয়ালে জন্মেছে ছত্রাক ও বিভিন্ন আগাছা। স্বল্প বেতন, ভাড়াই থাকব তার উপায়ও নেই। তাই এ পরিবেশেই বসবাস করতে হচ্ছে।
বনমালী আসলাম বলেন, ‘কোয়ার্টারের বেহালের বিষয়টি ঊর্ধ্বতনদের অবহিত করলেও মেরামত হয় না। এখন ছেলে-মেয়ে কলেজে পড়ছে। নিরাপত্তাহীনতার কারণে ওই বাসাবাড়ি ছাড়ে দিয়ে ভাড়া বাসায় উঠেছি।’
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শাহিকুল আলম মুসকারি বলেন, দীর্ঘদিন ধরে অফিস ভবন ও কোয়ার্টারের এ অবস্থা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলোবুর রহমান বলেন, শুধু সৈয়দপুর নয়, দেশের বিভিন্ন এলাকার বন বিভাগের কোয়ার্টারগুলোর এমন দশা। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন। দ্রুত আধুনিক ভবন তৈরি করে এ সমস্যার সমাধান করা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫