Ajker Patrika

ঝিনাইদহ ছাড়ল আনসারদের সাইক্লিং দল

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭: ২০
ঝিনাইদহ ছাড়ল  আনসারদের   সাইক্লিং দল

পঞ্চগড় থেকে শুরু হওয়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইক্লিং দলের শোভাযাত্রাটি গত শনিবার বিকেলে ঝিনাইদহ পৌঁছায়। গতকাল রোববার সকালে সাইক্লিং দলের সদস্যরা ঝিনাইদহ ছেড়েছেন। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে গত বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ সাইক্লিং শোভাযাত্রা শুরু করে।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্ম শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পঞ্চগড় থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইক্লিং দলের ২৭ জন (ছেলে ও মেয়ে) শোভাযাত্রাটি শুরু করেন। শনিবার ঝিনাইদহে এসে পৌঁছালে তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো. আশিকুজ্জামান। সাইক্লিং শোভাযাত্রার নেতৃত্বে আছেন আনসার ও ভিডিপির এডি (স্ফোর্স) মো. রায়হান উদ্দিন ফকির। পরে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করা হয় আনসার কার্যালয় মাঠ প্রাঙ্গণে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ ১৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক তরফদার আলমগীর হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা কর্মকর্তা মো. ফরহাদ হোসেনসহ জেলার ৬টি উপজেলা কর্মকর্তাসহ আনসার ও ভিডিপির সদস্যরা। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ১২ ডিসেম্বর কক্সবাজার গিয়ে শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

সরকারের কমিটি পছন্দ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ‎প্রকৌশল শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত