Ajker Patrika

নৌকার পক্ষে কাজ না করায় হামলা-ভাঙচুর

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১০: ৫৪
নৌকার পক্ষে কাজ না করায় হামলা-ভাঙচুর

মানিকগঞ্জের হরিরামপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ না করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক গেন্দু মাতব্বর ও তাঁর পরিবারের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। হারুকান্দি ইউপির চেয়ারম্যান শেখ মোশারফ হোসেন ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

জানা গেছে, হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউপির ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গেন্দু মাতব্বর। তিনি গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী শেখ মোশরফের পক্ষে কাজ না করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামন চুন্নুর পক্ষে কাজ করেন। এতে ক্ষিপ্ত হন নৌকার প্রার্থী শেখ মোশারফ ও তাঁর সমর্থকেরা। ভোটের দিন গভীর রাতে গেন্দু মাতব্বরের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

এরপর গত ৮ জানুয়ারি সকালে শেখ মোশারফ ও সাবেক চেয়ারম্যান রহিম বিশ্বাস ৭০-৮০ জন লোক নিয়ে তাঁর বাড়িতে গিয়ে ভয়ভীতি ও হুমকি দেন। এ সময় গেন্দু মাতব্বরের পুত্রবধূর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। করা হয়।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শেখ মোশারফ হোসেন বলেন, ‘গেন্দু মাতব্বর নিজেই গাছপালা কেটে ও বাড়িঘর ভাঙচুর করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন।’

হরিরামপুর থানার ওসি সৈয়দ মো. মিজানুর রহমান, বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত