রাজশাহী প্রতিনিধি
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় রাজশাহীর ৩৩টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। তবে খোঁজ নিয়ে দেখা গেছে, বাস্তবে চালুই আছে অনেক প্রতিষ্ঠান।
সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার নিউরো কেয়ার এবং শাহ মখদুম ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। কিন্তু বাস্তবে এ দুটি প্রতিষ্ঠান বন্ধ হয়নি। গত শুক্রবার রাতেও এ দুটি প্রতিষ্ঠানে চিকিৎসা কার্যক্রম চালাতে দেখা গেছে। তবে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি প্রতিষ্ঠান দুটির দায়িত্বরত ব্যক্তিরা।
অবৈধভাবে চলা রাজশাহীর বাগমারা উপজেলার সাফল্য ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর ক্লিনিক, হামিরকুৎসা ডায়াগনস্টিক সেন্টার, ওরিন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, রয়েল আলট্রাসাউন্ড অ্যান্ড ডায়াগনস্টিক, ডা. আবদুল হাদী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও নিউ বাগমারা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে সিভিল সার্জনের কার্যালয়।
তবে খোঁজ নিয়ে দেখা গেছে, বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ার সাফল্য ও ডক্টর ক্লিনিক ঠিকই চলছে। এসব প্রতিষ্ঠান বন্ধ কিংবা সিলগালা করা হয়নি বলে মালিকেরা দাবি করেছেন। হামিরকুৎসা ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমও চলছে আগের মতো। চলছে তাহেরপুর বাজারের রয়েল আলট্রাসাউন্ড অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারও। রয়েল বন্ধ করা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় এখন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মাইকিংও করা হচ্ছে। অনলাইনে প্রচার করা হচ্ছে ভিডিও বার্তা। রয়েলের পরিচালক আবদুল মালেক সরদার দাবি করছেন, ষড়যন্ত্রমূলকভাবে বন্ধের তালিকায় তাঁর ক্লিনিকের নাম দেখানো হয়েছে। তাঁর সব কাগজপত্রই আছে।
সিভিল সার্জনের কার্যালয়ের তালিকায় বন্ধ থাকলেও খোলা রয়েছে রাজশাহীর মোহনপুর উপজেলার শতফুল ডায়াগনস্টিক সেন্টার। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি খোলা। প্রতিষ্ঠানটির কর্মকর্তা আবু সাইদ ও শিশির মাহমুদ দাবি করেন, শতফুল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার জন্য তাঁদের কোনো প্রকার নির্দেশনা দেওয়া হয়নি।
চারঘাটের মিম কমিউনিটি ক্লিনিক, নীলিমা ক্লিনিক ও বিএম ক্লিনিকের কার্যক্রম বন্ধ বলে উল্লেখ করা হয়েছে সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। মিম কমিউনিটি ক্লিনিক এক মাস আগে থেকেই মালিকানা দ্বন্দ্বে বন্ধ রয়েছে। আর বিএম ক্লিনিক ও নীলিমা ক্লিনিকের কার্যক্রম এখনো বন্ধ হয়নি। গতকাল সকাল ১০টার দিকে এ দুটি ক্লিনিকে গিয়ে রোগী ভর্তি থাকতে দেখা গেছে।
নীলিমা ক্লিনিকের পরিচালক হাসিবুল ইসলাম বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আমার ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছিল। আমি সব কাগজপত্র ঠিক করেছি। স্বাস্থ্য কমপ্লেক্সে বিষয়টা জানিয়েছি। যেকোনো সময় সিভিল সার্জন অফিস থেকে অডিট আসতে পারে। এ জন্য খোলা রেখেছি।’
গোদাগাড়ীর নাহার ক্লিনিক, জনতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং মিথিলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করা হয়েছে বলে সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু বাস্তবে অনেক আগে থেকেই নাহার ও মিথিলা ক্লিনিক তালাবদ্ধ। চালাতে না পেরে মালিক পক্ষই অনেক আগে এগুলো বন্ধ করে দিয়েছে। তবে অভিযানের পর বন্ধ হয়েছে জনতা। বন্ধের তালিকায় থাকা পবার ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিরই কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়েছে। বন্ধের তালিকায় রাখা দুর্গাপুরের ৩টি ও বাঘার ১১টি ক্লিনিক বাস্তবেও বন্ধ রয়েছে। তবে বন্ধের তালিকায় থাকা তানোরের প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, নিউরন ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ক্লিনিক এখনো চলছে বলে নিশ্চিত করেছে স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র।
রাজশাহীর সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, ‘কয়েকটা জায়গায় বন্ধ করার পরও ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়নি বলে আমরা খবর পেয়েছি। এবার ম্যাজিস্ট্রেট নিয়ে যাব। প্রতিষ্ঠানগুলো বন্ধ তো থাকবেই, এবার জরিমানাও করা হবে।’ (প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন পবা, মোহনপুর, বাঘা, দুর্গাপুর ও চারঘাট প্রতিনিধি।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় রাজশাহীর ৩৩টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। তবে খোঁজ নিয়ে দেখা গেছে, বাস্তবে চালুই আছে অনেক প্রতিষ্ঠান।
সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার নিউরো কেয়ার এবং শাহ মখদুম ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। কিন্তু বাস্তবে এ দুটি প্রতিষ্ঠান বন্ধ হয়নি। গত শুক্রবার রাতেও এ দুটি প্রতিষ্ঠানে চিকিৎসা কার্যক্রম চালাতে দেখা গেছে। তবে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি প্রতিষ্ঠান দুটির দায়িত্বরত ব্যক্তিরা।
অবৈধভাবে চলা রাজশাহীর বাগমারা উপজেলার সাফল্য ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর ক্লিনিক, হামিরকুৎসা ডায়াগনস্টিক সেন্টার, ওরিন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, রয়েল আলট্রাসাউন্ড অ্যান্ড ডায়াগনস্টিক, ডা. আবদুল হাদী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও নিউ বাগমারা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে সিভিল সার্জনের কার্যালয়।
তবে খোঁজ নিয়ে দেখা গেছে, বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়ার সাফল্য ও ডক্টর ক্লিনিক ঠিকই চলছে। এসব প্রতিষ্ঠান বন্ধ কিংবা সিলগালা করা হয়নি বলে মালিকেরা দাবি করেছেন। হামিরকুৎসা ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমও চলছে আগের মতো। চলছে তাহেরপুর বাজারের রয়েল আলট্রাসাউন্ড অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারও। রয়েল বন্ধ করা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় এখন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মাইকিংও করা হচ্ছে। অনলাইনে প্রচার করা হচ্ছে ভিডিও বার্তা। রয়েলের পরিচালক আবদুল মালেক সরদার দাবি করছেন, ষড়যন্ত্রমূলকভাবে বন্ধের তালিকায় তাঁর ক্লিনিকের নাম দেখানো হয়েছে। তাঁর সব কাগজপত্রই আছে।
সিভিল সার্জনের কার্যালয়ের তালিকায় বন্ধ থাকলেও খোলা রয়েছে রাজশাহীর মোহনপুর উপজেলার শতফুল ডায়াগনস্টিক সেন্টার। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি খোলা। প্রতিষ্ঠানটির কর্মকর্তা আবু সাইদ ও শিশির মাহমুদ দাবি করেন, শতফুল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার জন্য তাঁদের কোনো প্রকার নির্দেশনা দেওয়া হয়নি।
চারঘাটের মিম কমিউনিটি ক্লিনিক, নীলিমা ক্লিনিক ও বিএম ক্লিনিকের কার্যক্রম বন্ধ বলে উল্লেখ করা হয়েছে সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। মিম কমিউনিটি ক্লিনিক এক মাস আগে থেকেই মালিকানা দ্বন্দ্বে বন্ধ রয়েছে। আর বিএম ক্লিনিক ও নীলিমা ক্লিনিকের কার্যক্রম এখনো বন্ধ হয়নি। গতকাল সকাল ১০টার দিকে এ দুটি ক্লিনিকে গিয়ে রোগী ভর্তি থাকতে দেখা গেছে।
নীলিমা ক্লিনিকের পরিচালক হাসিবুল ইসলাম বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আমার ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছিল। আমি সব কাগজপত্র ঠিক করেছি। স্বাস্থ্য কমপ্লেক্সে বিষয়টা জানিয়েছি। যেকোনো সময় সিভিল সার্জন অফিস থেকে অডিট আসতে পারে। এ জন্য খোলা রেখেছি।’
গোদাগাড়ীর নাহার ক্লিনিক, জনতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং মিথিলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করা হয়েছে বলে সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু বাস্তবে অনেক আগে থেকেই নাহার ও মিথিলা ক্লিনিক তালাবদ্ধ। চালাতে না পেরে মালিক পক্ষই অনেক আগে এগুলো বন্ধ করে দিয়েছে। তবে অভিযানের পর বন্ধ হয়েছে জনতা। বন্ধের তালিকায় থাকা পবার ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিরই কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়েছে। বন্ধের তালিকায় রাখা দুর্গাপুরের ৩টি ও বাঘার ১১টি ক্লিনিক বাস্তবেও বন্ধ রয়েছে। তবে বন্ধের তালিকায় থাকা তানোরের প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, নিউরন ডায়াগনস্টিক সেন্টার ও সেবা ক্লিনিক এখনো চলছে বলে নিশ্চিত করেছে স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র।
রাজশাহীর সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, ‘কয়েকটা জায়গায় বন্ধ করার পরও ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়নি বলে আমরা খবর পেয়েছি। এবার ম্যাজিস্ট্রেট নিয়ে যাব। প্রতিষ্ঠানগুলো বন্ধ তো থাকবেই, এবার জরিমানাও করা হবে।’ (প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন পবা, মোহনপুর, বাঘা, দুর্গাপুর ও চারঘাট প্রতিনিধি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫