Ajker Patrika

পৌরসভার কাজে বাধা প্রভাবশালীর

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ২৫
পৌরসভার কাজে বাধা প্রভাবশালীর

শরীয়তপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর বালুচড়া গ্রামে সড়কের মাঝখান দিয়ে বাঁশের বেড়া ও পিলার গেড়ে সরকারি রাস্তা নির্মাণে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রভাবশালীরা পৌরসভার রাস্তা নির্মাণকাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, শরীয়তপুর পৌরসভার নিজস্ব অর্থায়নে উত্তর বালুচড়া লিটন সরদারের বাড়ি থেকে রশিদ সরদারের বাড়ি পর্যন্ত ৬০০ ফুট দীর্ঘ ও ৮ ফুট প্রস্থ ইটের সলিং রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। ঠিকাদার কাজ শুরুর পর এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি রাস্তা নির্মাণে বাধা দেন। তাঁরা রাস্তার মাঝ দিয়ে বাঁশের বেড়া নির্মাণ ও পিলার গেড়ে সড়ক নির্মাণে বাধা দেন।

ঠিকাদার ফরহাদ আলী বলেন, ‘পৌরসভার অর্থায়নে উত্তর বালুচড়া গ্রামে ৬০০ ফুট দীর্ঘ ও ৮ ফুট প্রস্থ ইটের সলিং রাস্তা নির্মাণকাজ শুরু করি। ইঞ্জিনিয়ার রাস্তা মেপে আমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছেন, আমি সেভাবেই কাজ করছি। অর্ধেক কাজ শেষ করার পর এলাকার প্রভাবশালী সুজাতা রানী দে, সমেদ সরদার ও রহমান সরদার গংরা রাস্তার মাঝখানে বাঁশের বেড়া নির্মাণ ও পিলার গেড়ে রাস্তা নির্মাণকাজে বাধা দেন। বিষয়টি পৌরসভার কর্তৃপক্ষকে জানিয়েছি।’

এলাকার মমতাজ বেগম বলেন, ‘এখান দিয়ে রাস্তা নির্মাণ করা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এখান দিয়ে রাস্তা হলে এলাকার সকল মানুষ উপকৃত হবে। কিন্তু কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাস্তার মাঝখানে বাঁশের বেড়া দিয়ে রাস্তা নির্মাণে বাধা দিচ্ছে। আমরা চাই, দীর্ঘদিন পর পৌরসভার রাস্তা নির্মাণের উদ্যোগ যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়।’

অভিযুক্ত সুচিত্রা রানী দে বলেন, ‘আমরা রাস্তা নির্মাণের জন্য দুই ফুট জায়গা দিয়েছি। এর বেশি দেওয়া সম্ভব না। তাই আমাদের জায়গায় আমরা বাঁশের বেড়া দিয়েছি।’

সমেদ সরদার ও রহমান সরদার জানান, তাঁদের জায়গায় রাস্তা নির্মাণ করবে কিন্তু তাঁদের সঙ্গেই কোনো আলোচনা করা হয়নি। এ কারণে রাস্তা নির্মাণ করতে দেবেন না।

পৌর মেয়র পারভেজ রহমান জন বলেন, ‘সড়ক নির্মাণে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি সড়কের মাঝখানে বাঁশের বেড়া দিয়ে বাধা দিচ্ছেন। এ বিষয়ে সবাইকে নিয়ে বসে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত