Ajker Patrika

ভোটের আগেই প্রার্থীর মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৮
ভোটের আগেই প্রার্থীর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সদস্য পদপ্রার্থী খাইরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মস্তিষ্কে রক্তক্ষরণে গতকাল শনিবার মারা যান তিনি।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আগামী ৫ জানুয়ারি ভোট। এ নির্বাচনে ধরঞ্জী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী ছিলেন খাইরুল ইসলাম।

পরিবারের লোকজন বলেন, গতকাল শনিবার দুপুরে খাইরুল ইসলাম তাঁর বাড়িতে এলাকার ভোটারদের সঙ্গে আলাপ-আলোচনা করছিলেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে জয়পুরহাট সরকারি আধুনিক হাসপাতালে ভর্তি করেন। দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নির্বাচনের আগে যদি কোনো চেয়ারম্যান প্রার্থী মারা যান সে ক্ষেত্রে নির্বাচন স্থগিত হয়। যেহেতু খাইরুল ইউপি সদস্য প্রার্থী ছিলেন, সে ক্ষেত্রে নির্বাচন স্থগিত হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত