Ajker Patrika

টিকাকেন্দ্রে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৫: ১৭
টিকাকেন্দ্রে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

সাতক্ষীরার কালীগঞ্জে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে সহকারী প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদারের বিরুদ্ধে।

গত সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সহকারী প্রধান শিক্ষক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, সোমবার সকাল থেকে ওই স্কুলে ছাত্রীদের করোনার টিকাদান কার্যক্রম চলছিল। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদার বহিরাগত কয়েকজনকে নিয়ে টিকাকেন্দ্রের ঢুকে তাঁদের টিকা দিতে বলে। টিকা দেওয়া শেষে তিনি সেখান থেকে চলে যান।

কিছুক্ষণ পরে আরও কয়েকজন বহিরাগতদের নিয়ে আবারও টিকা দেওয়ার জন্য কেন্দ্রের প্রবেশ করেন তিনি। বিষয়টি নজরে আসে স্কুলের সহকারী প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেনের। এ সময় তিনি বাবুকে বহিরাগতদের নিয়ে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এতে বাবু ক্ষিপ্ত হয়ে সহকারী প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ সময় শিক্ষক সেলিম হোসেনকে বাবু সরদারের হাত থেকে বিদ্যালয়ের অন্য সহকারী শিক্ষকেরা উদ্ধার করেন। এ সময় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেন বাবু। এ ছাড়া ওই শিক্ষককে বিদ্যালয় থেকে বের হলেই মারধরের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

বিষয়টি সম্পর্কে জানতে মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী বলেন, মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু প্রধান সহকারী শিক্ষক সেলিম হোসেনকে ধাক্কা দিয়েছিলেন। পরবর্তীতে তিনি জনসম্মুখে ওই শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চেয়েছেন। এ ছাড়া এমন ঘটনা তিনি আর কোনোদিন করবেন না মর্মে একটি মুচলেকা পত্রেও সই দিয়েছেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক সরদার মাছুম বিল্লাহ জানান, ওসি সাহেবের নির্দেশে আমি ঘটনাস্থলে যাই। পরে নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদাউস মোড়ল ও বিদ্যালয়ের সভাপতি বিষয়টি সমাধান করেছেন বলে জানতে পারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত