Ajker Patrika

বেদখলে ঢাকার কমিউনিটি সেন্টার

সাইফুল মাসুম, ঢাকা
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৭: ১৪
বেদখলে ঢাকার কমিউনিটি সেন্টার

সাশ্রয়ী খরচে সামাজিক অনুষ্ঠানের জন্য তৃতীয় তলার কমিউনিটি সেন্টারটি তৈরি করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় তলা ছাড়া ভবনের পুরোটাই বেদখলে। নিচতলায় আলাদা করে ওয়ার্ড সচিব, কাউন্সিলর ও রাষ্ট্রীয় একটি বিশেষ সংস্থার কার্যালয়। তৃতীয় তলায় রয়েছে পুলিশ সদস্যদের থাকার মেস। এই চিত্র ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শহীদ কমিশনার ছায়েদুর রহমান নিউটন কমিউনিটি সেন্টারের। এটির অবস্থান রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা রোডে। দুই সিটি করপোরেশনের অনেক কমিউনিটি সেন্টারই বেদখল রয়েছে। এ ছাড়া আছে নানা সমস্যা।

গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে শহীদ কমিশনার ছায়েদুর রহমান নিউটন কমিউনিটি সেন্টারের দোতলার হলরুমের জীর্ণশীর্ণ অবস্থা দেখা যায়। ছাদ থেকে জায়গায় জায়গায় খসে পড়ছে সিমেন্টের আস্তরণ। জানালাগুলোর বেশির ভাগ কাঁচভাঙা। অগোছালো অবস্থায় পড়ে আছে কিছু আসবাব। কমিউনিটি সেন্টারের দায়িত্বে থাকা নুরুল ইসলাম বলেন, ‘অবস্থা খুব খারাপ, বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ে। কিছু জায়গায় দেওয়াল ভেঙে গেছে। বেশির ভাগ অংশ বেদখল থাকায় এখানে অনুষ্ঠান করতে এলাকার মানুষ তেমন আগ্রহ দেখায় না। এতে এলাকাবাসী ছাড়াও সিটি করপোরেশনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির অঞ্চল-২-এর সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভূঞা বলেন, ‘ভবনের দ্বিতীয় তলা ছাড়া বাকিগুলো অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। কমিউনিটি সেন্টারটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনটি ভেঙে নতুন করে করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

এখানে নাগরিকেরা আসবেন সামাজিক নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে। পাশাপাশি আয়োজন করবেন নানা উৎসবের।আদিল মুহাম্মদ খান নগর-পরিকল্পনাবিদ

পশ্চিম তেজতুরী বাজার এলাকায় অবস্থিত আব্দুল হালিম কমিউনিটি সেন্টারের পরিস্থিতি অনেকটা একই। ভবনটির নিচতলা গাড়ি পার্কিংয়ের জন্য খালি রাখা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় হলরুম থাকলেও সেগুলোর অবস্থা বেশ নাজুক। চতুর্থ তলায় প্যাসিফিক অ্যাসেম্বলি নামের এক বেসরকারি ক্লাবের কার্যালয়। ছাদে টিনের ঘর তুলে বাস করছে কয়েকটি গরিব পরিবার। কিন্তু দায়িত্বশীল কাউকে খুঁজে পাওয়া যায়নি।

মিরপুর মাজার রোড সংলগ্ন ১০ নম্বর ওয়ার্ডের কমিউনিটি সেন্টারটি গত ৫ আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী সেনাবাহিনীর ক্যাম্প অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ডিএনসিসির ১৪টি কমিউনিটি সেন্টারের মধ্যে ৫টিই সরকারি সংস্থার কাজে ব্যবহৃত হচ্ছে। অন্য নয়টি নাগরিকদের ব্যবহার করার সুযোগ রয়েছে। 

বেদখলের বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর খায়রুল আলম বলেন, ‘কমিউনিটি সেন্টারগুলো পর্যবেক্ষণ করে পুনরুদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’ 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৭টি কমিউনিটি সেন্টারের মধ্যে বিয়েসহ সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার উপযোগী রয়েছে মাত্র ১৩টি। বেশ কয়েকটি সেন্টার পুনর্নির্মাণের কাজ চলছে। ডিএসসিসির আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে চারটি। এমনকি একটি ব্যবহৃত হচ্ছে থানা হিসেবে। ডিএসসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, ‘চালু কমিউনিটি সেন্টারগুলোতেও নানা সীমাবদ্ধতা রয়েছে। তবে নাগরিক সেবা বাড়াতে আমরা কাজ করছি।’

নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, ‘এখানে নাগরিকেরা আসবেন সামাজিক নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে। পাশাপাশি আয়োজন করবেন নানা উৎসবের। কিন্তু একে আমরা মূলত ব্যবহার করছি বিয়ের জন্য ভাড়া দিতে আর বিভিন্ন সরকারি সংস্থার অফিস করতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত