Ajker Patrika

নৌকার প্রার্থীর সভায় অতিথি বিএনপি নেতা

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৪: ১২
নৌকার প্রার্থীর সভায়  অতিথি বিএনপি নেতা

ঝিনাইদহের কালীগঞ্জে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সভায় প্রধান অতিথি হয়েছেন উপজেলা বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা।

গত রোববার বিকেলে উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন বাদশার নির্বাচনী সভায় কালিগঞ্জ উপজেলা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ডা. নূরুল ইসলাম প্রধান অতিথি হন।

বিষয়টি নিয়ে ফেসবুকে আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে। এ দিকে নৌকার নির্বাচনী সভায় বিএনপির ওই নেতা প্রধান অতিথি হওয়া নিয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বয়ে চলেছে।

জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর কালীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে ৩ নম্বর কোলা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যান প্রার্থী করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাদশা।

গত রোববার উপজেলার দামদারপুর বাজারের ঈদগা মাঠে এক নির্বাচনী পথসভা ডাকে। মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি করা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নূরুল ইসলামকে। এ সভাতে বিএনপি নেতা ডা. নূরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, আমি একজন বিএনপির নেতা। কিন্তু গ্রামের স্বার্থে সবাইকে মিলে বাদশার নৌকায় ভোট দিতে ও জোরালোভাবে মাঠে নেমে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে। সভায় ডা. আব্দুল কুদ্দুস, আলতাপ হোসেন ও মুকুল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য দেন।

এ বিষয়ে বিএনপি নেতা ডা. নূরুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য মোবাইলে যোগাযোগ করা হলে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নৌকা প্রতীকের প্রার্থী মনোয়ার হোসেন বাদশা বলেন, ‘আমি ব্যস্ত আছি। পড়ে কথা হবে।’

এদিকে গতকাল সোমবার মনোয়ার হোসেন বাদশার আওয়ামী লীদের মনোনয়ন বাতিলের দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগের একাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

একটি রাজনৈতিক দলের মুখে আল্লাহর নাম, নির্বাচনে জিততে করে মিথ্যাচার: জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত