Ajker Patrika

রেণু জব্দ, পুলিশ–বিজিবি দ্বন্দ্ব

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১৫: ৩০
রেণু জব্দ, পুলিশ–বিজিবি দ্বন্দ্ব

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের রাস্তার পাশ থেকে ৫টি বস্তায় মোড়ানো ৩০ ব্যাগ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পরিত্যক্ত অবস্থায় বিজিবি উত্তর কৈখালী ক্যাম্পের সদস্যরা ওই চালান জব্দ করে।

এদিকে রায়নগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস পরিত্যক্ত বস্তাগুলোর ছবি নেওয়ার চেষ্টা করলে বিজিবির এফএস ইসমাইল হোসেন তাঁর মুঠোফোন ছিনিয়ে নিলে বাদানুবাদের সৃষ্টি হয়। পরবর্তীতে সকাল সাড়ে সাতটার দিকে জব্দকৃত চোরাচালানের পণ্য পরবর্তী বিজিবি সদস্যরা কৈখালী ক্যাম্পে নিয়ে যায়।

আব্দুস সাত্তার ও আবদুল কাদেরসহ গ্রামবাসীরা জানান, গত মঙ্গলবার সকালে সোরা এলাকায় রাস্তার পাশে কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখে তাঁরা। প্রায় একই সময়ে বিজিবি ও নৌপুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। তারপর উক্ত চোরাচালানের পণ্য আটক নিয়ে নৌ-পুলিশ ও বিজিবির এফএস অনাকাঙ্ক্ষিত বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে ইসমাইল হোসেন নৌ-পুলিশ ইনচার্জকে ডাকাত বললে সেখানে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন বিজিবি কর্মকর্তার নির্দেশে ওই পুলিশ কর্মকর্তার মুঠোফোন ফিরিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, উদ্ধারকৃত ৩০ পলিতে প্রায় ৬ লাখ গলদার রেণু রয়েছে। স্থানীয় চোরাচালান চক্র শ্যামনগরের বাইরে পাঠানোর জন্য সীমান্তবর্তী কৈখালী এলাকা দিয়ে আগের রাতে এসব রেণু নিয়ে আসে। উদ্ধারকৃত রেণুর বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলেও তাঁদের দাবি।

বিজিবি এফএসের সঙ্গে বাগ্বিতণ্ডার বিষয়ে রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস বলেন, ‘রেণুভর্তি বস্তার ছবি ওঠাতে গেলে আমার ফোন ছিনিয়ে নেন ইসমাইল হোসেন। পরিচয়পত্র দেখানোর পরও আমাকে একপর্যায়ে ডাকাত বলেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন বিজিবি কর্মকর্তাকে জানিয়েছি।’

বিজিবির এফএস ইসমাইল হোসেন বলেন, ‘নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হয়নি। আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে সব ভিত্তিহীন।’

এদিকে বিজিবি সূত্র নিশ্চিত করেছে, গতকাল মঙ্গলবার সোরা গ্রাম থেকে উদ্ধার হওয়া গলদার রেণুর বাজার মূল্য ১১ লাখ ২৫ হাজার টাকা। জব্দ তালিকা প্রস্তুতের পর তা কাস্টমস বিভাগের কাছে জমা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত