Ajker Patrika

মরা গাছ ভেঙে পড়ার ঝুঁকিতে স্থানীয়রা

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৭: ৩৯
মরা গাছ ভেঙে পড়ার ঝুঁকিতে স্থানীয়রা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে একটি গাছ মরে শুকিয়ে গেছে। যেকোনো সময় গাছটি ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। গাছ না কাটায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় পথচারী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার ফুলতলা মোড়ে আব্দুর রহিমের দোকানের পাশে একটি শিশু গাছ দীর্ঘদিন ধরে মরে পড়ে আছে। এভাবে পেরিয়ে গেছে ২ থেকে ৩ বছর। এ রাস্তা দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে। এটি বিপজ্জনক জেনেও যাত্রীবাহী বিভিন্ন পরিবহন, পথচারী, ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয়রা জানান, গাছটি সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত। গাছটি কাটতে হলে কর্তৃপক্ষের আদেশের প্রয়োজন। এর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয় সভায় প্রস্তাব ওঠাতে হয়। এসব কারণে আটকে আছে গাছটির অপসারণের প্রক্রিয়া।

তবে মরা এই গাছটি অপসারণের জন্য স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রবিউল ইসলাম বরাবর আবেদন করেছেন। ঝুঁকিপূর্ণ মরা গাছটি দ্রুত অপসারণের জন্য উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মো. আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত