Ajker Patrika

সন্দেহের তির বন্ধু ও তাঁর পরিবারের দিকে

বগুড়া প্রতিনিধি
সন্দেহের তির বন্ধু ও তাঁর পরিবারের দিকে

বগুড়ায় সিফতাউল হাসান সিফাত (১৩) নামের এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহ করা হচ্ছে বন্ধু নুরুন্নবী (১৮) ও তাঁর পরিবারের সদস্যদের। সিফাতের লাশ উদ্ধারের পর নুরুন্নবীর বাবা মোফাজ্জল হোসেন ওরফে মোফা স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতে তালা দিয়ে আত্মগোপন করেছেন।

গত সোমবার শিবগঞ্জ থানা-পুলিশ বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে সিফাতের গলাকাটা লাশ উদ্ধার করে। নিশ্চিন্তপুর গ্রামে তার বন্ধু নুরুন্নবীর নানাবাড়ি। 
সিফাত বগুড়া শহরের নিশিন্দারা খাঁপাড়ার শাহ আলমের ছেলে। শাহ আলম পেশায় সাইকেল মেরামতকারী। সিফাত স্থানীয় প্রভাতি স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর সপ্তম শ্রেণিতে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আর নুরুন্নবী একই এলাকার মোফাজ্জল হোসেন ওরফে মোফার ছেলে। মোফাজ্জল হোসেন পেশায় নৈশ প্রহরী।

সিফাতের বাবা শাহ আলম জানান, গত রোববার বিকেল চারটার দিকে সিফাত মোবাইল ফোন মেরামতের কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও সিফাতের সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মোফার ছেলে নুরুন্নবী নুরানী মোড়ে সেলুনে কাজ করে। সিফাত বয়সে ছোট হলেও বন্ধুর মতো ঘোরাফেরা করত নুরুন্নবীর সঙ্গে। সিফাতের লাশের সন্ধান পাওয়ার পরপরই নুরুন্নবী ও তাঁর পরিবারের সবাই বাড়িতে তালা দিয়ে আত্মগোপন করেন। এদিকে সোমবার লাশ অজ্ঞাতপরিচয় হিসেবে উদ্ধারের পর শাহ আলম তাঁর সন্তান সিফাতের বলে শনাক্ত করেন এবং বিকেলে থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই ইব্রাহিম আলী জানান, সিফাতের বন্ধু ও তার পরিবারকে ঘিরে তদন্ত চলছে। তাদেরকে গ্রেপ্তার করতে পারলে হত্যার রহস্য জানা যাবে। তিনি বলেন, তদন্তে অগ্রগতি হয়েছে। যেকোনো সময় জড়িতদের গ্রেপ্তার করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত