Ajker Patrika

হুজাইফাকে বাঁচাতে মা বাবার আকুতি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫: ১৫
হুজাইফাকে বাঁচাতে মা বাবার আকুতি

মাত্র আড়াই বছর বয়সে জটিল কিডনি সমস্যায় ভুগছে শিশু হুজাইফা ইসলাম আরিয়ান। দুটি কিডনি ঠিকমতো কাজ না করায় রক্তের ভেতরের প্রোটিন ধরে রাখতে পারছে না শরীর।

এ অবস্থায় তার পিতামাতা শিশুটির চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। সন্তানের চিকিৎসায় তাঁরা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

হুজাইফার চিকিৎসার দায়িত্বে থাকা শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হোসাইন জানান, নেফ্যোটিক্স সিনড্রোমে আক্রান্ত হুজাইফার ওষুধ বন্ধ করলে তার অবস্থা সংকটাপন্ন পর্যায়ে চলে যাচ্ছে। এমন রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। শরীরে এ্যালবুমিন পরীক্ষার প্রয়োজন। শিশুটিকে বাঁচিয়ে রাখতে পর্যাপ্ত টাকার প্রয়োজন।

হুজাইফার পিতা হুসাইন গাজী কাঁদো গলায় বলেন, বসতবাড়ির সাত কাঠার বেশি সম্পত্তি নেই আমার। এনজিও থেকে নেওয়া ঋণের টাকায় কেনা মোটরসাইকেল চালিয়ে সংসার চালাই। ধার দেনা আর উপার্জনের টাকায় দেড় বছর চালিয়ে নিলেও এখন সন্তানের ওষুধ কিনতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত