Ajker Patrika

ইবিতে কবিতা পাঠ

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৩: ২৭
ইবিতে কবিতা পাঠ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘আবৃত্তি আবৃত্তি’ সংগঠন কবিতা পাঠের আয়োজন করেছে। গতকাল সোমবার বেলা ১২টায় ডায়না চত্বরে এ কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

আবৃত্তি আবৃত্তি সংগঠনের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিরা ও সাহিত্য সম্পাদক মাসুম আলভীর সঞ্চালনায় আবৃত্তি করেন সাবেক সভাপতি আইনুন নাহার, আলমগীর অভ্র কানন, সাবেক সহসভাপতি ওয়ারেসুন্নেছা মেমি, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক অনি আতিকুর রহমান, বর্তমান সভাপতি নুরুল্লাহ মেহেদী, সহসভাপতি নাইমা পারভীন নীলা, সাধারণ সম্পাদক হায়াতে জান্নাত, জামিউল ইকবাল, জান্নাতুল ফারজানা, রুকাইয়া জান্নাত, গোলাম রাব্বানী প্রমুখ।

সভাপতি নুরুল্লাহ মেহেদীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। এ ছাড়া সংগঠনটির

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আমরা বাঙালি। তাহলে আমরা বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করতে পারব। অতীতে ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে যারা অস্বীকার করেছে সেই জাতি হারিয়ে গেছে। আমাদের টিকে থাকতে হলে সংস্কৃতি চর্চার সংগঠনের মাধ্যমে মুক্ত বুদ্ধির চর্চাকে এগিয়ে নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত