Ajker Patrika

দুই পদের প্রত্যাশী ১০ জন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২: ২৮
দুই পদের প্রত্যাশী  ১০ জন

জয়পুরহাটের আক্কেলপুর পৌর ছাত্রলীগের কমিটি গঠন হয় ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর। একজন আহ্বায়ক ও ছয়জনকে যুগ্ম আহ্বায়ক করে ৬ মাস মেয়াদি এ কমিটি গঠন হয়। ৮ বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি বলে অভিযোগ ওঠে বর্তমান আহ্বায়ক কমিটির বিরুদ্ধে। তবে ১২ ডিসেম্বর পৌর ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে। সে জন্য শুরু হয়েছে পৌরসভার ৯টি ওয়ার্ডে নতুন করে কমিটি গঠন প্রক্রিয়া।

পৌর ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে এরই মধ্যে সভাপতি সম্পাদক পদপ্রত্যাশীরা কলেজ শাখা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে কুশলবিনিময় করে নিজেদের জানান দিচ্ছেন। নেতা-কর্মীরা বলছেন, ৮ বছর পর সম্মেলন হওয়ার খবরে এরই মধ্যে চাঙা হয়ে উঠেছে পৌর ছাত্রলীগের রাজনীতি।

এবারের সম্মেলনে সভাপতি পদে পদপ্রত্যাশী হিসেবে নাম শোনা যাচ্ছে ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর হোসেন, আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ শাখার সভাপতি তপু হোসেন, তানভীর হাসান, জান্নাতুন ফেরদৌস নাহিদ ও কাজী অ্যাংকারের। অপর দিকে সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান সজিব, জাহিদ খান, মশিউর রহমান মিশু, নূর ওয়ালীদ ও রাজন হোসেন।আক্কেলপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক কাজী আরাফাত হোসেন বলেন,  ৮ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে নেতা-কর্মীরা খুশি। তবে জেলা ছাত্রলীগের গাফিলতির কারণেই এত দিন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত