Ajker Patrika

ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত লাশ নিয়ে বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৫: ৪৯
ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত লাশ নিয়ে বিক্ষোভ

রাজশাহীতে ফুটপাত দখলকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ীর লাশ নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে নিউ মার্কেটের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে সংহতি প্রকাশ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

পরে তাঁরা নগর ভবনের সামনে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বক্তারা ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় শাস্তির দাবি জানিয়ে এলাকাবাসী নগরীতে অভিযুক্তদের ছবি সংবলিত পোস্টারও সাঁটিয়েছেন। তবে পুলিশ গতকাল দুপুর পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে।

এর আগে, সোমবার রাতে নিউমার্কেটের সামনে ফুটপাতে ছুরিকাঘাতে নিহত হন রিয়াজুল ইসলাম (২৩) নামে ওই ব্যবসায়ী। এ ঘটনায় রাতেই নিহতের বাবা মধু মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন নগরীর ষষ্ঠীতলা এলাকার রানা শেখ (৩০) ও রনি শেখ (২৬), নাঈম (২৬), গৌরহাঙ্গা এলাকার রিমন (২৪) ও দড়িখড়বনা এলাকার নাঈম (৩৫)।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রানা ও রনি ফুটপাত থেকে দুই ভাইয়ের দোকান উচ্ছেদের চেষ্টা চালাচ্ছিল। আর হামলায় আঘাতটি করেছিল নাঈম। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা ঘটনার পরই পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা যায়নি। তাঁদের গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চলছে বলে জানান তিনি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেট সংলগ্ন ষষ্ঠীতলা এলাকার রিয়াজুল ও তার ভাই রিংকু ফুটপাতে দোকান চালাতেন। রানা ও রনি নিজেদের তাঁতী লীগের নেতা পরিচয় দিয়ে দুই ভাইকে কিছুদিন ধরে ফুটপাত থেকে উচ্ছেদের চেষ্টা করছিল। এই নিয়ে দ্বন্দ্বের জের ধরে সোমবার রাত পৌনে ৮টার দিকে দোকানে গিয়েই তাঁদের ওপর হামলা চালায়।

ঘটনার পর দুজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজুলকে মৃত ঘোষণা করেন। আহত রিংকু হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে রিয়াজুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত