আসাদ সরকার
‘পিরিতি ভীষণ জ্বালা’ এখন আলোচিত গানগুলোর একটি। ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে এই গানটি প্রায় আড়াই কোটি মানুষ দেখেছে। গানটির গীতিকার মো. জাকির হোসেন মোল্লা। তাঁর গীতিকার হয়ে ওঠার গল্পটা ভিন্ন রকমই বলা চলে। সন্তানের কাছে দীক্ষা নিয়ে আজ তিনি আলোচিত একজন গীতিকার।
জাকির হোসেন মোল্লার বাড়ি ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীকুল গ্রামে। তিনি জাকির মাস্টার হিসেবেই স্থানীয়ভাবে বেশি পরিচিত। লক্ষ্মীকুল গ্রামের লক্ষ্মীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি। জাকির মাস্টারের কাছে তাঁর গীতিকার হওয়ার গল্প শুনে আমরা বিমোহিত হই। ৫০ বছর বয়সী জাকির অকপটেই বললেন, তাঁর গুরু তাঁরই ছেলে আকাশ মাহমুদ। জাকির জানালেন, কখনো গান লিখবেন বা লিখতে পারবেন—এমনটি কল্পনাও করেননি। অথচ তিনি এখন পুরোদস্তুর গীতিকার। শুধু পিরিতি ভীষণ জ্বালাই নয়, দেশের ৬৪ জেলা নিয়ে লেখা তাঁর একটি গানও বেশ সমাদৃত হয়েছে শ্রোতামহলে। গত কয়েক মাসে ইউটিউবে গানটি প্রায় ৫০ লাখ মানুষ দেখেছে।
জাকির মাস্টার জানালেন, ২০১২ সালে ছোট ছেলে আকাশ মাহমুদ আচমকাই তাঁর কাছে জেদ ধরে, ফরিদপুর জেলা নিয়ে একটা গান লিখে দিতে হবে। এই জেদের পেছনে কারণও ছিল। আকাশ তখন গান শিখছে। ফরিদপুর নিয়ে একটা গান গাওয়ার শখ হয়েছিল তার। এ জন্য সে ফরিদপুরের যত পরিচিত গীতিকার আছে, সবার কাছে ধরনা দিয়েছে। ফরিদপুরের বাইরেও পরিচিত গীতিকারদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু কেউই এমন গান লিখে দেননি। তাঁরা হয়তো ভেবেছেন, ‘ ছোট একটা ছেলে, সদ্য গান শিখছে, কী এমন করবে এই গান দিয়ে।’ কিন্তু আকাশের জেদ, সে নিজের জেলা নিয়ে নতুন একটা গান গাইবেই। ছেলের চাপাচাপিতে জাকির মাস্টার বসে গেলেন কাগজকলম নিয়ে। লিখে ফেললেন ‘আমার বাড়ি ফরিদপুর, আমার গর্ব ফরিদপুর’ শিরোনামে একটা গান। কিন্তু বিপত্তি বাধল অন্য জায়গায়। গানের কথা ঠিক থাকলেও নিয়মগুলো ঠিক থাকল না। আকাশ তা ঠিক করল। এরপর নিজেই সুর করল। কেউ একজনের কাছ থেকে মোবাইলফোন ধার করে গানের দৃশ্যায়নও করল। সেই গান ফরিদপুরজুড়ে সাড়া ফেলে দিল।
শুরুর গল্পটা এমন হলেও পরের গল্পটা অন্য রকম। একটা গান লিখেই জাকির মাস্টারের মাথায় গান লেখার ভূত চাপল। এ নিয়ে নানাজনে নানা কথা বললেন। ‘বুড়ো বয়সে ভীমরতি ধরেছে’—এমন কথাও শুনতে হলো। কিন্তু পাত্তা দিলেন না জাকির মাস্টার। তিনি লিখে চললেন। কখনো ছোট ছেলে আকাশ, কখনো বড় ছেলে আশিক গানের কথাগুলো ঠিকঠাক করে দিতে থাকল। ধীরে ধীরে গান লেখায় সিদ্ধহস্ত হয়ে উঠলেন জাকির মাস্টার। প্রকাশিত গানের সংখ্যা এখন ৫০টির বেশি। প্রকাশের অপেক্ষায় রয়েছে শতাধিক। শুরুতে শুধু সন্তানের জন্য লিখলেও এখন সবার জন্যই লেখেন। তাঁর সন্তান আকাশ মাহমুদও এখন বেশ জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। সম্প্রতি বাংলার গায়েন নামক একটা রিয়েলিটি শোয়ের থিম সং লিখে বেশ প্রশংসিত হয়েছেন গীতিকার জাকির মাস্টার।
লেখক: নাট্যকার ও নির্মাতা
গান সম্পর্কিত আরও পড়ুন:
‘পিরিতি ভীষণ জ্বালা’ এখন আলোচিত গানগুলোর একটি। ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে এই গানটি প্রায় আড়াই কোটি মানুষ দেখেছে। গানটির গীতিকার মো. জাকির হোসেন মোল্লা। তাঁর গীতিকার হয়ে ওঠার গল্পটা ভিন্ন রকমই বলা চলে। সন্তানের কাছে দীক্ষা নিয়ে আজ তিনি আলোচিত একজন গীতিকার।
জাকির হোসেন মোল্লার বাড়ি ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীকুল গ্রামে। তিনি জাকির মাস্টার হিসেবেই স্থানীয়ভাবে বেশি পরিচিত। লক্ষ্মীকুল গ্রামের লক্ষ্মীকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি। জাকির মাস্টারের কাছে তাঁর গীতিকার হওয়ার গল্প শুনে আমরা বিমোহিত হই। ৫০ বছর বয়সী জাকির অকপটেই বললেন, তাঁর গুরু তাঁরই ছেলে আকাশ মাহমুদ। জাকির জানালেন, কখনো গান লিখবেন বা লিখতে পারবেন—এমনটি কল্পনাও করেননি। অথচ তিনি এখন পুরোদস্তুর গীতিকার। শুধু পিরিতি ভীষণ জ্বালাই নয়, দেশের ৬৪ জেলা নিয়ে লেখা তাঁর একটি গানও বেশ সমাদৃত হয়েছে শ্রোতামহলে। গত কয়েক মাসে ইউটিউবে গানটি প্রায় ৫০ লাখ মানুষ দেখেছে।
জাকির মাস্টার জানালেন, ২০১২ সালে ছোট ছেলে আকাশ মাহমুদ আচমকাই তাঁর কাছে জেদ ধরে, ফরিদপুর জেলা নিয়ে একটা গান লিখে দিতে হবে। এই জেদের পেছনে কারণও ছিল। আকাশ তখন গান শিখছে। ফরিদপুর নিয়ে একটা গান গাওয়ার শখ হয়েছিল তার। এ জন্য সে ফরিদপুরের যত পরিচিত গীতিকার আছে, সবার কাছে ধরনা দিয়েছে। ফরিদপুরের বাইরেও পরিচিত গীতিকারদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু কেউই এমন গান লিখে দেননি। তাঁরা হয়তো ভেবেছেন, ‘ ছোট একটা ছেলে, সদ্য গান শিখছে, কী এমন করবে এই গান দিয়ে।’ কিন্তু আকাশের জেদ, সে নিজের জেলা নিয়ে নতুন একটা গান গাইবেই। ছেলের চাপাচাপিতে জাকির মাস্টার বসে গেলেন কাগজকলম নিয়ে। লিখে ফেললেন ‘আমার বাড়ি ফরিদপুর, আমার গর্ব ফরিদপুর’ শিরোনামে একটা গান। কিন্তু বিপত্তি বাধল অন্য জায়গায়। গানের কথা ঠিক থাকলেও নিয়মগুলো ঠিক থাকল না। আকাশ তা ঠিক করল। এরপর নিজেই সুর করল। কেউ একজনের কাছ থেকে মোবাইলফোন ধার করে গানের দৃশ্যায়নও করল। সেই গান ফরিদপুরজুড়ে সাড়া ফেলে দিল।
শুরুর গল্পটা এমন হলেও পরের গল্পটা অন্য রকম। একটা গান লিখেই জাকির মাস্টারের মাথায় গান লেখার ভূত চাপল। এ নিয়ে নানাজনে নানা কথা বললেন। ‘বুড়ো বয়সে ভীমরতি ধরেছে’—এমন কথাও শুনতে হলো। কিন্তু পাত্তা দিলেন না জাকির মাস্টার। তিনি লিখে চললেন। কখনো ছোট ছেলে আকাশ, কখনো বড় ছেলে আশিক গানের কথাগুলো ঠিকঠাক করে দিতে থাকল। ধীরে ধীরে গান লেখায় সিদ্ধহস্ত হয়ে উঠলেন জাকির মাস্টার। প্রকাশিত গানের সংখ্যা এখন ৫০টির বেশি। প্রকাশের অপেক্ষায় রয়েছে শতাধিক। শুরুতে শুধু সন্তানের জন্য লিখলেও এখন সবার জন্যই লেখেন। তাঁর সন্তান আকাশ মাহমুদও এখন বেশ জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। সম্প্রতি বাংলার গায়েন নামক একটা রিয়েলিটি শোয়ের থিম সং লিখে বেশ প্রশংসিত হয়েছেন গীতিকার জাকির মাস্টার।
লেখক: নাট্যকার ও নির্মাতা
গান সম্পর্কিত আরও পড়ুন:
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫