Ajker Patrika

চট্টগ্রামে আরেক ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৯
চট্টগ্রামে আরেক ভুয়া চিকিৎসক আটক

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কলসি দীঘির পাড় থেকে রুপন শীল (৫২) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাব। গত শুক্রবার রাতে ওই এলাকার রীমা মেডিকেল হল থেকে তাঁকে আটক করে র‍্যাব-৭। সেখানের চেম্বারে তিনি নিয়মিত রোগী দেখতেন। অথচ তাঁর কোনো চিকিৎসা সনদই নেই।

এ সময় রুপন শীলের কাছ থেকে নিজের নামে ছাপানো ব্যবস্থাপত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তাঁর বাড়ি পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামে।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, কলসি দীঘির উত্তর পাড়ে রীমা মেডিকেল হল নামের একটি ওষুধের দোকানে চিকিৎসার নামে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন রুপন শীল।

এই অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনি নিজেকে এমবিবিএস চিকিৎসক হিসেবে প্রথমে পরিচয় দেন। তবে কোনো সনদ দেখাতে পারেননি। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেন। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত সোমবার একই এলাকা থেকে জালাল হোসেন নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছিল র‍্যাব। এসএসসি পাস ওই ব্যক্তি নিজেকে এমবিবিএস পাস পরিচয় দিয়ে আরকে ড্রাগ হাউসের চেম্বারে বসতেন। সেখানে ৭ বছর ধরে রোগীদের চিকিৎসা করে আসছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পেছনের কূটনীতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত