Ajker Patrika

১৫টি ময়ূর উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৪
১৫টি ময়ূর উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের জামতলা এলাকা থেকে গত সোমবার ১৫টি ময়ূর উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে । তাঁরা হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা মিন্টু খাঁ ও অর্ণব দাস।

খুলনা বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী জানান, সাতক্ষীরা সদর থানা-পুলিশের নিকট থেকে ১৫টি ময়ূর জিম্মায় নেওয়া হয়েছে। বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অনুমতি ছাড়া ময়ূর সংরক্ষণ ও বেচাকেনার কোনো সুযোগ নেই। আদালতের নির্দেশ পেলে উদ্ধারকৃত ময়ূরগুলো সাফারি পার্কে সংরক্ষণ করা হবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ময়ূর ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদে পুলিশ একটি একটি মাইক্রোবাসের পিছু নেয়। সীমান্তের জামতলা এলাকার একটি আম বাগানে দুর্লভ ময়ূর ভারতের পাচারের আলোচনাকালে দুজনকে আটক করা হয়। এরপর মাইক্রোবাসটির ভেতরে সিটের নিচে ১৫টি ময়ূর পাখি পাওয়া যায়। আদালতের নির্দেশে ময়ূর পাখিগুলোকে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। আটকদের মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত