Ajker Patrika

টিকটক মডেলসহ তিন জনকে ১ বছরের জেল

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫: ২৪
টিকটক মডেলসহ তিন জনকে ১ বছরের জেল

ঝিনাইদহে টিকটক মডেলসহ আটক তিনজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার বিকেল ৫টার দিকে সদর থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের এ সাজা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন।

এর আগে বিকেল ৪টার দিকে ঝিনাইদহ শহরের একটি বাড়ি থেকে মদ্যপ অবস্থায় এবং ইয়াবা ও তা সেবনের সরঞ্জামসহ ওই তিনজনকে আটক করে পুলিশ। দণ্ডিতরা হলেন ওই টিকটক মডেল, পাগলাকানাই বাকা ব্রিজ এলাকার মো. সংগ্রাম (২২) ও গয়েশপুর গ্রামের মো. সিয়াম হোসেন (২০)।

জানা যায়, গত বছর ৩ জুন ঝিনাইদহ শহরের একটি বাসা থেকে ওই টিকটক ও লাইকি মডেল এবং আরেক যুবককে আটক করে পুলিশ। পরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিছুদিন পর বের হয়ে ওই টিকটক মডেল মাদক সেবন ও তাঁর কার্যক্রম শুরু করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, টিকটক মডেলসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত