Ajker Patrika

আমিন ধ্বনিতে শেষ হলো ইজতেমা

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৬
আমিন ধ্বনিতে শেষ হলো ইজতেমা

বগুড়ার ধুনট উপজেলায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ৪৩তম সরুগ্রাম ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল সকাল থেকেই হাজার হাজার মানুষের ঢল নামে ইজতেমা ময়দানে। মাঠ ছাড়িয়ে রাস্তাঘাট ও আশপাশের বাড়ির আনাচেকানাচে যে যেখানে জায়গা পেয়েছেন বসে পড়েছেন মোনাজাতে অংশ নিতে।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইজতেমা ময়দানে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা পৌনে ১টায়। আখেরি মোনাজাতের দোয়া পরিচালনা করেন ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বি হজরত আব্দুল্লাহ সাহেব।

প্রায় ১৫ মিনিটব্যাপী এ মোনাজাতে নিজেদের গুনাহ মাফ এবং সারা বিশ্বের মানবজাতির জন্য শান্তির ও কল্যাণ কামনা করা হয়। এ সময় মুসল্লিদের আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।

এর আগে ফজর নামাজের পর থেকে বয়ান করেন ঢাকা কাকরাইলের মুরব্বি নিজাম উদ্দিন। সকাল সাড়ে ৯টা থেকে হেদায়েতি বয়ান করেন ঢাকা কাকরাইলের মুরব্বি মুফতি ওয়াসিক। প্রতিদিন ফজর, জোহর, আসর ও মাগরিবের নামাজের পর দেশ ও বিদেশের মুরব্বিরা বয়ান পেশ করেছেন।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির জানান, শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সমাপ্ত হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে ইজতেমা থেকে ৫৪টি জামাত তৈরি করা হয়েছে। মোনাজাত শেষে জামাতের লোকেরা ইসলামের দাওয়াতি কাজে ছড়িয়ে পড়েছেন দেশজুড়ে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা ছিল ইজতেমা ময়দানে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইজতেমা শেষ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত